প্রতীকী ছবি।
পরীক্ষার মাঝেই করোনায় আক্রান্ত হয়েছিল চেতলার বাসিন্দা, আইসিএসই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার্থী সংরাধ্য ভৌমিক। সে শুধু করোনাকেই জয় করেনি, পরীক্ষায় পেয়েছে ৯১ শতাংশ নম্বরও।
সংরাধ্য জানায়, লকডাউনের জন্য আইসিএসই-র দশম শ্রেণির পরীক্ষা স্থগিত হয়ে গেলেও তখনও বোর্ড বাকি পরীক্ষাগুলির ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। তাই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বসেই পড়াশোনা করেছিল সে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেই সে সিদ্ধান্ত নিয়েছিল বাকি পরীক্ষা দেবে। শেষ পর্যন্ত অবশ্য পরীক্ষা দিতে হয়নি। শুক্রবার ফল বেরোনোর পরে সংরাধ্য বলে, ‘‘সব পরীক্ষা হলে হয়তো আর একটু বেশি নম্বর পেতাম। কিন্তু এতেও খুশি। করোনার আতঙ্ক ভুলে গিয়ে এ বার এগিয়ে যেতে চাই।’’
সংরাধ্যর বাবা শান্তনুবাবু বলেন, ‘‘বাড়িতে প্রথমে আক্রান্ত হয় আমার ভাই। ওকে বাঁচানো যায়নি। আমাদের সবারই করোনা পরীক্ষা হয়। ছেলের রিপোর্ট পজ়িটিভ আসে। একে করোনায় আমার ভাইয়ের মৃত্যু, তার উপরে আবার ছেলের করোনা, আমরা দিশাহারা হয়ে পড়েছিলাম।’’ সংরাধ্য রামমোহন মিশন স্কুলে পড়ে। স্কুলের প্রিন্সিপাল সুজয় বিশ্বাস বলেন, ‘‘ওর মনের জোর সত্যিই প্রশংসনীয়।’’