Coronavirus

সতর্কতা মায়ের বাড়িতে

করোনাভাইরাস সংক্রমণ থেকে শ্রীশ্রীমায়ের বাড়িকে নিরাপদ রাখার জন্যই বিধিনিষেধ চালু করা হয়েছে বলে জানান রামকৃষ্ণ মঠ, বাগবাজারের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০২০ ০২:২৭
Share:

বাগবাজারের শ্রীসারদা মায়ের বাড়ি।—ছবি সংগৃহীত

করোনাভাইরাস থেকে সতর্ক হতে বাগবাজারের শ্রীসারদা মায়ের বাড়িতে অনির্দিষ্ট কালের জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা চালু করা হল। সোমবার রামকৃষ্ণ মঠ, বাগবাজারের কর্তৃপক্ষ এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। শ্রীসারদা মায়ের বাড়ির ছোট পরিসরে ভিড় না করতে ভক্ত ও দর্শনার্থীদের কাছে আবেদন জানানোর পাশাপাশি বলা হয়েছে, পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত সন্ধ্যারতির সময়ে মন্দিরের দোতলায় যাওয়া বন্ধ থাকবে। প্রসাদ বিতরণ, নাটমন্দিরে বসাও বন্ধ থাকবে। প্রতিদিন দুপুরে সেখানে প্রায় ৪০০ জন বসে প্রসাদ পান। বিকেলে প্রায় ১৫০ জনকে হাতে হাতে খিচুড়ি ভোগ দেওয়া হয়। এ ছাড়াও সন্ধ্যারতির পরে প্রায় ১০০ জনকে ফল ও পায়েস প্রসাদ দেওয়া হয়। আপাতত বন্ধ করা হচ্ছে বাগবাজার ও কলেজ স্ট্রিট কেন্দ্রের সব পাঠ-অনুষ্ঠানও। করোনাভাইরাস সংক্রমণ থেকে শ্রীশ্রীমায়ের বাড়িকে নিরাপদ রাখার জন্যই বিধিনিষেধ চালু করা হয়েছে বলে জানান রামকৃষ্ণ মঠ, বাগবাজারের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দ। তবে সাধারণ দর্শন ও প্রণাম চালু থাকছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement