ইকো পার্ক।—ফাইল চিত্র।
করোনাভাইরাসের সতর্কতায় সায়েন্স সিটি, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর আগেই বন্ধ হয়েছিল। সোমবার থেকে বন্ধ হয়ে গিয়েছে চিড়িয়াখানা। এ বার নিউ টাউন এলাকায় একাধিক দ্রষ্টব্য স্থান মঙ্গলবার থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ) এবং হিডকো কর্তৃপক্ষ। যদিও খোলা থাকছে ইকো পার্ক।
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার থেকেই বন্ধ হয়েছে নজরুলতীর্থ, রবীন্দ্রতীর্থ, মাদার্স ওয়াক্স মিউজ়িয়াম, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, বিশ্ব বাংলা গেটের গ্যালারি প্রভৃতি। শপিং মলের প্রেক্ষাগৃহও বন্ধ করা হয়েছে। হিডকোর এক শীর্ষ কর্তা জানান, ইকো পার্ক চালু থাকছে। তবে পাঁচ জনের বেশি যাতে এক জায়গায় জড়ো না হন, সে দিকে নজর রাখা হবে। পার্কের গেটে পর্যাপ্ত জীবাণুনাশক লোশন রাখা হচ্ছে।
নিউ টাউনের বাসিন্দাদের সচেতন করতে সম্প্রতি আলোচনা শিবিরের আয়োজন করেছিল হিডকো। পিছিয়ে নেই এনকেডিএ। তাদের সংগৃহীত উপকরণ দিয়ে বাসিন্দারা নিজেরাই মাস্ক তৈরি করেছেন। যদিও সেই মাস্ক কতটা করোনা সংক্রমণ ঠেকানোর উপযুক্ত, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি করোনাভাইরাস ঠেকাতে জরুরি পরামর্শ জানিয়ে অনলাইনে তথ্যপ্রযুক্তি কর্মীদের সচেতন করবে স্বাস্থ্য দফতরের প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন। নিউ টাউন এলাকার তথ্যপ্রযুক্তি অফিসগুলিতে যথেষ্ট পরিমাণে জীবাণুনাশক লোশন মজুত রাখার কথাও বলা হয়েছে।