—ফাইল চিত্র।
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে বিধাননগর পুর এলাকায়। বিধাননগরের বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। পুরসভা সূত্রে তেমনই খবর মিলেছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত কমবেশি সাড়ে পাঁচশো জন করোনায় আক্রান্ত হয়েছেন বিধাননগরে। মূল সল্টলেকের পাশাপাশি সংযুক্ত এলাকা ও রাজারহাট-গোপালপুরেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। বাসিন্দাদের একাংশের অভিযোগ, আনলক-১ শুরু হতেই সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে
শুরু করেছে। ব্যবসায়ী থেকে অফিসকর্মী, সব শ্রেণির মানুষই সংক্রমিত হচ্ছেন। পুরকর্মীদেরও বক্তব্য, লকডাউনে বিধি মেনে
চলার যে প্রবণতা ছিল, আনলক-১ শুরু হতেই তা পুরোপুরি হাওয়া। অনেকেই কোনও রকম নিয়ম মানছেন না। সেই কারণেই এলাকা নিয়মিত পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করার পাশাপাশি পুরসভা বিশেষ জোর দিচ্ছে সচেতনতায়। সেই সঙ্গে বিভিন্ন ওয়ার্ডে লালারসের নমুনা সংগ্রহের কাজও শুরু হয়েছে। ওই পরীক্ষার জেরেও নতুন নতুন করোনা রোগীর সন্ধান মিলছে।
পুরসভা সূত্রের খবর, গত ২৯ জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল প্রায় সাড়ে চারশো। তার পরে মাত্র চার-পাঁচ দিনেই শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। এর আগে দৈনিক গড়ে আট-দশ জন করোনায় আক্রান্ত হচ্ছিলেন। বর্তমানে তা কার্যত দ্বিগুণ হয়ে গিয়েছে। অধিকাংশ ওয়ার্ড থেকেই সংক্রমণের খবর আসছে। পাশাপাশি, একই পরিবারে একাধিক ব্যক্তিও করোনায় আক্রান্ত হচ্ছেন বলেও খবর আসছে।
মেয়র পারিষদ প্রণয় রায় জানান, পুরসভা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। ওয়ার্ডে ওয়ার্ডে করোনা পরীক্ষা বাড়ানোর চেষ্টা চলছে। বিশেষ জোর দেওয়া হচ্ছে সচেতনতার প্রসারে।