East-West Metro

লকডাউন পর্বেই শেষ ইস্ট-ওয়েস্টের ভেন্টিলেশন কূপ 

গত মার্চে টানা লকডাউন শুরুর পরে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাবতীয় কাজ বন্ধ করে দিতে হয়। আনলক পর্বে, জুনের তৃতীয় সপ্তাহে ফের সংক্রমণমুক্ত এলাকা থেকে শ্রমিক আনিয়ে সতর্কতা মেনে কাজ শুরু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ২৬ জুলাই ২০২০ ০৩:২৭
Share:

প্রতীকী ছবি

ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভেন্টিলেশন শ্যাফটের নির্মাণকাজ শেষ হল। লকডাউন পর্বেই মিটল স্ট্র্যান্ড রোডের কাছে গুরুত্বপূর্ণ অংশের ওই কাজ।

Advertisement

মেট্রোর জোড়া সুড়ঙ্গে বায়ু চলাচলের ব্যবস্থা করতে প্রায় ৪০ মিটার গভীর ওই কূপের নির্মাণ শুরু হয়েছিল বছর দেড়েক আগে। এক সময়ে গঙ্গার ধারে ওই কূপ খুঁড়তে গিয়ে নদীর জল ঢুকতে শুরু করলে কাজ বন্ধ করে দিতে হয়। ওই ধসের ফলে সাময়িক ভাবে চক্ররেল বন্ধ ছিল। সমস্যা সামলাতে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে খননকাজ ফের শুরু হয়।

গত মার্চে টানা লকডাউন শুরুর পরে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাবতীয় কাজ বন্ধ করে দিতে হয়। আনলক পর্বে, জুনের তৃতীয় সপ্তাহে ফের সংক্রমণমুক্ত এলাকা থেকে শ্রমিক আনিয়ে সতর্কতা মেনে কাজ শুরু হয়। দিন কয়েক আগে ৬.৪ মিটার ব্যাসের ৪০ মিটার গভীর ওই কূপ খনন শেষ হয়েছে। মেট্রো সূত্রের খবর, সুড়ঙ্গের নীচে কূপের বেস স্ল্যাব ঢালাইয়ের কাজও শেষ।

Advertisement

ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গে নিয়মিত বায়ু চলাচল বজায় রাখা ছাড়াও আপৎকালীন পরিস্থিতিতে সুড়ঙ্গে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার পরিকাঠামো থাকবে কূপে। এই কূপ ইস্ট-ওয়েস্ট মেট্রোয় দু’টি হচ্ছে। প্রথমটি গঙ্গার ধারে স্ট্র্যান্ড রোডের কাছে এবং অন্যটি সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে। দ্বিতীয় কূপটির খননকাজ আপাতত বন্ধ আছে।

করোনা আবহে সংক্রমণজনিত বিপত্তি এড়িয়ে যে ভাবে ওই কাজ শেষ করা গিয়েছে, তা যথেষ্ট কৃতিত্বের বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement