KMC

KMC: বাড়ি তৈরির অনুমোদন ১৫ দিনে

কাগজপত্র ঠিক থাকলে, ‘এক জানলা’ ব্যবস্থায় কলকাতা পুরসভা এবং পুর ও নগরোন্নয়ন দফতরের সহযোগিতায় ১৫ দিনের মধ্যেই বাড়ি তৈরির অনুমোদন মিলবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২২ ০৪:৫৪
Share:

পুরসভার দেওয়া একটিমাত্র আবেদনপত্র ‘কমন অ্যাপ্লিকেশন ফর্ম’ (ক্যাফ) পূরণ করলেই বাড়ি তৈরির অনুমোদন মিলবে বলে বছর দুয়েক আগে জানানো হয়েছিল

কাগজপত্র ঠিক থাকলে, ‘এক জানলা’ ব্যবস্থায় কলকাতা পুরসভা এবং পুর ও নগরোন্নয়ন দফতরের সহযোগিতায় ১৫ দিনের মধ্যেই বাড়ি তৈরির অনুমোদন মিলবে। নির্মাণ সংস্থাগুলির সংগঠন ‘ক্রেডাই’-এর এক অনুষ্ঠানে বুধবার এই কথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কাগজে কোনও ত্রুটি থাকলে আবেদনকারীকে তা ইমেল মারফত বা ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

পুরসভার দেওয়া একটিমাত্র আবেদনপত্র ‘কমন অ্যাপ্লিকেশন ফর্ম’ (ক্যাফ) পূরণ করলেই বাড়ি তৈরির অনুমোদন মিলবে বলে বছর দুয়েক আগে জানানো হয়েছিল। অভিযোগ, তার পরেও শহরের বড় বড় আবাসন নির্মাণে অনুমোদন পেতে বিলম্ব হচ্ছে। দ্রুত নকশা অনুমোদন করতে কর্মী-আধিকারিকদের একাংশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগও অতীতে উঠেছিল। মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব পেয়ে এ দিনের অনুষ্ঠানে এসে নির্মাণ সংস্থাগুলির সমস্যার কথা জানতে পারেন ফিরহাদ। তার পরেই ওই ঘোষণা করেন তিনি। ‘এক জানলা’ ব্যবস্থার মধ্যে থাকবে পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগ, ভূমি, পুর ও নগরোন্নয়ন, দমকল-সহ একাধিক রাজ্য ও কেন্দ্রীয় দফতর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement