বিধানসভার বাইরে বিক্ষোভ ছাত্র পরিষদের নিজস্ব চিত্র
জাল টিকা-কাণ্ডে বিচারবিভাগীয় তদন্তের দাবিতে বিধানসভার বাইরে বিক্ষোভ ছাত্র পরিষদের। বিধানসভার নর্থ গেটের সামনে ছাত্র পরিষদের কর্মীরা শুক্রবার দুপুরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পুলিশ তাঁদের সরিয়ে দিতে গেলে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ছাত্র পরিষদের অভিযোগ, তাদের কর্মীদের উপরে পুলিশ লাঠিচার্জ করে। পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।
ছাত্র পরিষদের অভিযোগ, অন্যায় ভাবে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে তাদের কয়েকজনকে। ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ এক বিবৃতিতে বলেন, খাস কলকাতায় পুলিশ ও পুরসভার নজর এড়িয়ে ভুয়ো টিকা শিবির চলল কী ভাবে? শাসক দলের নেতা-মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকরা জড়িত কি না তা জানতে বিচারবিভাগীয় তদন্ত হোক।
তাঁর আরও দাবি, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী গোটা ঘটনায় প্রকাশ্যে বিবৃতি দিন। ছাত্র পরিষদের অভিযোগ, রাজ্যে টিকা নিয়েও স্বজনপোষণ চলছে।