শেখ হাসিনাকে মমতার চিঠি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো হাড়িভাঙা আম পেয়ে ‘আপ্লুত’ মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি লিখে জানালেন ‘হাসিনাদি’-কে ধন্যবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী।
বাংলাদেশের রংপুর জেলার বিখ্যাত হাড়িভাঙা আম মমতাকে উপহার দিয়েছিলেন হাসিনা। রাজ্যে প্রায় ৬৫ মন আম এসেছিল ওপার বাংলা থেকে। ওই আমের নাম আগে শুনলেও কখনওই খাননি মুখ্যমন্ত্রী। তা জানিয়ে তিনি চিঠিতে লেখেন, ‘শ্রদ্ধেয়া হাসিনা দি, আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভাল লেগেছে। বাংলাদেশের রংপুর জেলার হাড়িভাঙ্গা আমের নাম আমি শুনেছিলাম। আগে কখনও খাইনি। আপনি এত আম পাঠিয়েছেন যে, আমি দু’হাত ভরে বিলিয়েছি। আমি সত্যিই আপ্লুত। শ্রদ্ধা নেবেন।’
তবে শুধু মমতাকেই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকেও হাড়িভাঙা আম উপহার দিয়েছিলেন হাসিনা।