লখিমপুর খেরি-কাণ্ডের প্রতিবাদে হাজরা মোড়ে কংগ্রেসের বিক্ষোভ। নিজস্ব চিত্র।
উত্তরপ্রদেশের লখিমপুরে গাড়ির চাকায় কৃষক মৃত্যুর প্রতিবাদে পথে নামল কংগ্রেস ও যুব সিপিএম। ওই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং দলের নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরাকে ‘বেআইনি ভাবে’ আটক রাখার প্রতিবাদে বৃহস্পতিবার হাজরা মোড়ে বিক্ষোভ কর্মসূচি ছিল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের। বিক্ষোভে ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়, আশুতোষ চট্টোপাধ্যায়, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ, সুবীর চৌধুরীরা। উত্তরপ্রদেশ সরকারের কার্যকলাপের প্রতিবাদে সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুল পোড়ান কংগ্রেস কর্মীরা।
একই দাবিতে কলকাতায় এ দিন ধিক্কার মিছিল করেছে ডিওয়াইএফআই। মিছিলে ছিলেন সিপিএমের যুব সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশুগুপ্তেরা। মৌলালিতে যোগীর কুশপুতুল পোড়ানো হয় ডিওয়াইএফআইয়ের বিক্ষোভেও।