—ফাইল চিত্র।
দুর্ঘটনায় ডান চোখ নষ্ট হয়ে গিয়েছিল ২১ বছরের যুবকের। বাঁ চোখটি রক্ষা করার জন্য অক্ষিগোলকের উপর থেকে নাকের সাইনাস পর্যন্ত বিস্তৃত ধাতব অংশটি বার করা জরুরি ছিল। কোভিড পরিস্থিতিতেও জটিল অস্ত্রোপচার করে তা বার করল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগ।
সপ্তাহ দুয়েক আগে গ্রিল কারখানায় দুর্ঘটনায় পড়েন মুর্শিদাবাদের বাসিন্দা সাহুল শেখ। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চার দিন ভর্তি থাকার পরে গত ৩১ অগস্ট তাঁকে ‘রিজিয়োনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজি’ (আরআইও)-তে স্থানান্তরিত করা হয়। সে দিন অস্ত্রোপচার করেও ডান চোখ বাঁচাতে পারেননি চিকিৎসকেরা। সিটি স্ক্যানে দেখা যায়, ধাতব টুকরো বাঁ চোখের অক্ষিগোলকে ৮০ শতাংশ এবং নাকে ২০ শতাংশ আটকে রয়েছে। সেটি বার না করলে আর একটি চোখ নষ্ট হওয়ার পাশাপাশি মস্তিষ্কে সংক্রমণ হয়ে মৃত্যুও হতে পারে। ওই অবস্থায় মঙ্গলবার রোগীকে কলকাতা মেডিক্যালের ইএনটি বিভাগে পাঠানো হয়। পরদিনই অস্ত্রোপচার করে ওই ধাতব অংশ বার করা হয়।
ইএনটি বিভাগের চিকিৎসক দীপ্তাংশ মুখোপাধ্যায় এ দিন জানান, ধাতব অংশের ধারে চোখ এবং রক্তনালী যাতে কেটে না যায়, তা খেয়াল রাখতে হয়েছে। বাঁ চোখে কাছের জিনিস ঝাপসা হলেও দেখতে পাচ্ছেন যুবক। যুবকের দাদা জানান, দৃষ্টি আর একটু স্পষ্ট হতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।