Kolkata Municipal Corporation

আইন মেনে বাড়ি তৈরির পরেও নোটিস, অভিযোগ মেয়রের কাছে

অভিযোগ, তিনি আইন মেনে বাড়ি তৈরি করলেও বিল্ডিং দফতরের ইনস্পেক্টর ও এক বিজেপি কর্মী মিলে তাঁর থেকে টাকা চাইতে আসেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২৬
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আইন মেনে বাড়ি তৈরি করতে গিয়েও হেনস্থার শিকার হতে হচ্ছে। পুরসভার তরফে বেআইনি নির্মাণের নোটিস ধরনো হয়েছে। শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে বড়বাজারের এক বাসিন্দা মেয়রের কাছে এমনই অভিযোগ করলেন। এ দিন তিনি দাবি করেন, অনলাইনে বাড়ি তৈরির নকশার অনুমোদন নিলেও ২৫ নম্বর ওয়ার্ডের বিল্ডিং দফতরের ইনস্পেক্টর ৪০১ ধারায় নোটিস জারি করেছেন। বেআইনি নির্মাণ করা হলে এই ধারায় নোটিস জারি করা হয়।

Advertisement

ওই ব্যক্তির আরও অভিযোগ, তিনি আইন মেনে বাড়ি তৈরি করলেও বিল্ডিং দফতরের ইনস্পেক্টর ও এক বিজেপি কর্মী মিলে তাঁর থেকে টাকা চাইতে আসেন। তিনি টাকা দিতে অস্বীকার করার পরেই তাঁকে নোটিস ধরানো হয়েছে। অভিযোগ শুনে মেয়র ফিরহাদ হাকিম বিল্ডিং দফতরের ডিজি-কে বলেন, ‘‘আইনি পদ্ধতিতে বাড়ি নির্মাণ করলেও কেন ওই ব্যক্তিকে ৪০১ ধারায় নোটিস ধরানো হল? অবিলম্বে ওই ইনস্পেক্টরকে শো-কজ় করে কার্যকরী ব্যবস্থা নিন। মনে রাখবেন, আপনাদেরও পরিবার আছে। এটা করলে আপনাদের সম্মান নষ্ট হচ্ছে।’’ মেয়র আরও বলেন, ‘‘এটা একটা রেওয়াজ হয়ে গিয়েছে। এক দিকে যখন বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তখন বিল্ডিং দফতরের একাংশই আইনি বাড়ির ক্ষেত্রেও টাকা চাইছেন। এটা চলতে পারে না।’’ অভিযোগকারীকে মেয়র আশ্বস্ত করেন, ‘‘আপনি নিয়ম মেনে বাড়ি তৈরি করেছেন। একদম ভয় পাবেন না। যে বা যাঁরা আপনাকে হেনস্থা করেছেন, তাঁদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হবে।’’

অভিযোগ আসার পরে মেয়র সমস্ত বরোর এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সতর্ক করে জানান, ‘‘আইনি বাড়ি নির্মাণকারীদের হেনস্থা করা হলে পুরসভা কঠোর ব্যবস্থা নেবে। মনে রাখবেন, আপনাদেরও ছেলেমেয়ে আছে। নিজের সম্মান নিজে বজায় রাখবেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement