Commercial Vehicles

রাস্তায় রাখা যাবে না বাণিজ্যিক প্রতিষ্ঠানের গাড়ি, বিধি নিউ টাউনে

‘নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি’ (এনকেডিএ) জানাচ্ছে, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে তাদের যানবাহন হয় নিজস্ব জায়গায় রাখতে হবে, নয়তো টাকার বিনিময়ে পার্কিং লটে রাখতে হবে।

Advertisement

প্রবাল গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ০৭:৪১
Share:

— প্রতীকী চিত্র।

বাণিজ্যিক প্রতিষ্ঠান চলছে। অথচ, সেই প্রতিষ্ঠানের যানবাহনদিনভর দাঁড়িয়ে থাকছে সরকারিরাস্তা দখল করে। যার জেরে এক দিকে রাস্তায় যেমন যানজট হচ্ছে,তেমনই যানবাহনের কর্মীদের আচরণেও সমস্যা হচ্ছে স্থানীয় এলাকায়। এ বার তাই এ হেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নিউ টাউনের রাস্তায় বাণিজ্যিক সংস্থার বাস কিংবা গাড়ি দাঁড়ানো বন্ধ করতে চলেছে প্রশাসন।

Advertisement

‘নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি’ (এনকেডিএ) জানাচ্ছে, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে তাদের যানবাহন হয় নিজস্ব জায়গায় রাখতে হবে, নয়তো টাকার বিনিময়ে পার্কিং লটে রাখতে হবে। রাস্তার উপরে ঘণ্টার পর ঘণ্টা বাণিজ্যিক প্রতিষ্ঠানের বাস কিংবা গাড়ি আর দাঁড়াতে দেওয়া হবে না বলে এনকেডিএ জানিয়েছে। চলতি সপ্তাহেই সেখানকার বিভিন্ন স্কুল, হাসপাতাল, নার্সিংহোম এবং রেস্তরাঁ কর্তৃপক্ষকে এনকেডিএ এই মর্মে চিঠি পাঠানো শুরু করবে বলে জানা গিয়েছে। এনকেডিএ-র আধিকারিকেরা জানাচ্ছেন, অনেক প্রতিষ্ঠানেরই নিজেদের চৌহদ্দির মধ্যে পার্কিংয়ের জায়গা রয়েছে। তা সত্ত্বেও তারা সরকারি রাস্তার উপরেই যানবাহন দাঁড় করিয়ে রাখে বলে অভিযোগ।

নিউ টাউন আক্ষরিক অর্থেই নতুন শহর। তা সত্ত্বেও ইতিমধ্যেই সেখানে রাস্তা দখল হতে শুরুকরেছে নানা ভাবে। গত বছর রাস্তা থেকে ব্যবসায়ীদের উঠিয়ে নিজস্ব বাজারে পুনর্বাসন দিতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল এনকেডিএ কর্তৃপক্ষকে। সরকারি বাজারের বাইরে, সাইকেল রাখার জায়গাদখল করে বসে থাকতেন ছোট ব্যবসায়ীরা।

Advertisement

এ বার এনকেডিএ চাইছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলির যানবাহনের দাঁড়ানোর বিষয়টি সুশৃঙ্খল করতে। আধিকারিকেরা জানাচ্ছেন, সব চেয়ে বেশি সমস্যা তৈরি হচ্ছে স্কুলবাস নিয়ে।অভিযোগ, নিউ টাউনে বিভিন্নস্কুলের বাস রাস্তার উপরেই দিনভর দাঁড়িয়ে থাকে। কিন্তু তার জন্যকোনও রকম পার্কিং-ফি পায় না এনকেডিএ। তার উপরে বাসকর্মীদের আচরণ ঘিরে বিভিন্ন সময়ে নানা ধরনের অভিযোগ আসছিল এনকেডিএ-র কাছে। এ বার থেকে স্কুল শুরু এবং ছুটির সময়ছাড়া স্কুলবাস স্কুলের সামনেররাস্তায় আর দিনভর দাঁড়িয়ে থাকতে পারবে না বলে আধিকারিকেরা জানান।

এনকেডিএ-র এক পদস্থ আধিকারিকের কথায়, ‘‘নিউ টাউনের মতো পরিকল্পিত শহরের রাস্তায় প্রকাশ্যে স্কুলবাসের কর্মীদের স্নান করা বা প্রাকৃতিক কাজকর্ম সারা নিয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছিল। আবার দিনভর রাস্তায় স্কুলবাস বা হাসপাতালের বাস দাঁড়িয়ে থাকার কারণে অনেক ব্যস্ত এলাকায় যানজট তৈরি হচ্ছে। তাই এ বার বিষয়টিকে শৃঙ্খলাবদ্ধ করার চেষ্টা হচ্ছে। যে সব প্রতিষ্ঠানের নিজস্ব জায়গা নেই, তারা চাইলে অর্থের বিনিময়ে এনকেডিএ-র নির্দিষ্ট পার্কিংয়ের জায়গায় গাড়ি রাখতে পারবে।’’

এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, স্কুলবাস বা হাসপাতালের গাড়ি তো রয়েছেই। তার সঙ্গে সমস্যা আরও বাড়িয়ে তোলে নির্মাণ সামগ্রী ওঠানামা করাতে আসাট্রাক। সেগুলিও ব্লকের রাস্তায় দাঁড় করানো থাকে। নিউ টাউনের আবাসিকদের সংগঠন ‘নিউ টাউন সিটিজ়েন্স ওয়েলফেয়ার ফ্রেটার্নিটি’র সম্পাদক সমীর গুপ্ত বলেন, ‘‘স্কুলবাসের এই বেআইনি পার্কিং নিয়ে আমরা এর আগেঅনেক বার এনকেডিএ-র কাছে অভিযোগ করেছি। ব্লকের রাস্তায় দিনভর স্কুলবাস দাঁড়িয়ে থাকায়রাস্তা অপ্রশস্ত হয়ে পড়ে। আমরা সাধুবাদ জানাচ্ছি এই পদক্ষেপের। এত দিনে পদক্ষেপ করা হচ্ছে। তবে, একই সঙ্গে ব্লকে ব্লকে নির্মাণ সামগ্রী বোঝাই লরির পার্কিংও যেন নিয়ন্ত্রণ করা হয়।’’

এনকেডিএ জানাচ্ছে, একই সমস্যা শপিং মল এবং অনেকরেস্তরাঁর ক্ষেত্রেও দেখা যাচ্ছে। নিজেদের পার্কিং ভর্তি হয়ে গেলেই তারা ক্রেতাদের গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে দেয়। এ বার থেকে এই ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে বলে আধিকারিকেরা জানান।

এনকেডিএ-র এক শীর্ষ আধিকারিক বলেন, ‘‘দ্রুত নোটিস পাঠানো হবে সংস্থাগুলিকে।বিনামূল্যে যত্রতত্র আর বাণিজ্যিক সংস্থাকে পার্কিং করতে দেওয়া হবে না। তাদের জায়গা নাথাকলে আমাদের নির্ধারিত জায়গায় পার্কিং করতে হবে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement