—প্রতিনিধিত্বমূলক ছবি।
বিজয় দশমী
পুজো শেষ। আজ থেকে বিসর্জনের পালা। কলকাতায় বিসর্জন পর্ব শেষ হবে শুক্রবার রেড রোডের পুজো কার্নিভালের মধ্যে দিয়ে। তবে দশমীতেই প্রতিমা নিরঞ্জন হবে বড় অংশের পুজো কমিটির। গঙ্গার ঘাটে ঘাটে তার জন্য প্রস্তুতি নিয়ে ফেলছে পুরসভা। রাজ্যের সব জেলাতেই চলবে বিজয় দশমীর সিঁদুর খেলা এবং বিসর্জন পর্ব।
রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি
মঙ্গলবার অর্থাৎ দশমীর দিন তিনটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু’একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দফতর। উত্তর এবং উত্তর-পূর্ব দিকে থেকে যে নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং বাংলাদেশের দিকে ক্রমশ এগিয়ে আসছে সেটি ঘূর্ণিঝড় ‘হামুন’-এ পরিণত হয়েছে। বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ‘হামুন’। তাই নজর থাকবে আবহাওয়া পরিস্থিতির দিকেও।
মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ ঘিরে বিতর্ক
টাকা এবং উপহারের বিনিময়ে লোকসভায় আদানিদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন বলে অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। তৃণমূল এখনও দলগত ভাবে মহুয়া বিতর্কে কোনও স্পষ্ট অবস্থান নেয়নি। এই বিতর্কের রেশ থাকবে মঙ্গলবারেও।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
ইজ়রায়েল বনাম হামাস সংঘর্ষ
ইজরায়েল–হামাস যুদ্ধের জেরে অশান্ত পশ্চিম এশিয়া। যুদ্ধবিধ্বস্ত গাজ়ার প্যালেস্তেনীয় শরণার্থী শিবিরে আবার নির্বিচারে বোমাবর্ষণের অভিযোগ ইজ়রায়েলি বায়ুসেনার বিরুদ্ধে। সোমবার দুপুরে দক্ষিণ গাজ়ার খান ইউনুস এলাকার জ়াবালিয়া শরণার্থী শিবিরে ইজ়রায়েলি হামলায় নারী ও শিশু-সহ বহু প্যালেস্তেনীয় নাগরিকের মৃত্যু হয়েছে। নজর থাকবে এই যুদ্ধ পরিস্থিতির দিকেও।
বিশ্বকাপ ক্রিকেট: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ
বিশ্বকাপে মঙ্গলবার মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। দু’টি দলই চারটি করে ম্যাচ খেলেছে। দক্ষিণ আফ্রিকা তিনটি জিতেছে, একটি হেরেছে। বাংলাদেশের অবস্থান ঠিক উল্টো। তারা একটিই মাত্র ম্যাচ জিতেছে। হেরেছে তিনটি। আজ মুম্বইয়ে এই ম্যাচ দুপুর ২টো থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টসে।
এএফসি কাপ: মাঠে নামছে মোহনবাগান
মঙ্গলবার এএফসি কাপের ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। তাদের বিপক্ষে বাংলাদেশের দল বসুন্ধরা কিংস। গ্রুপে দু’টি ম্যাচ খেলে দু’টিতেই জিতেছে মোহনবাগান। এই ম্যাচ যুবভারতীতে হওয়ার কথা থাকলেও দুর্গা পুজোর কারণে খেলা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। খেলা শুরু রাত ৯:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে।