Jadavpur University

পেশাগত কর্মসূচিতে শিক্ষকদের যোগদানে সমস্যায় কলেজ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউজিসি-হিউম্যান রিসোর্স সেন্টারের উদ্যোগে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত এই ‘ইন্ডাকশন প্রোগ্রাম’ হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ০৬:৪০
Share:

— ছবি সংগৃহীত

কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কুশলতা বাড়ানোর কর্মসূচি ‘গুরু দক্ষতা’য় যোগ দেওয়ার কথা আগামী মাসের শুরুতেই। কিন্তু সেই সঙ্গে পড়ুয়াদের অনলাইনে ক্লাসও নিতে হচ্ছে তাঁদের। মার্চ মাসে আবার কলেজ-বিশ্ববিদ্যালয়ে সিমেস্টার পরীক্ষাও হওয়ার কথা। তাই পরীক্ষার মরসুমে ওই কর্মসূচিতে শিক্ষকেরা যোগ দিলে কলেজ সমস্যায় পড়বে বলে মনে করছেন অধ্যক্ষেরা।

Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইউজিসি-হিউম্যান রিসোর্স সেন্টারের উদ্যোগে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত এই ‘ইন্ডাকশন প্রোগ্রাম’ হবে। দেশে এরকম ৬৬টি সেন্টার রয়েছে, যার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেন্টারটি অন্যতম। এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করাটা শিক্ষক-শিক্ষিকাদের পদোন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ফেব্রুয়ারি-মার্চ সময়টায় ওই কর্মসূচিতে শিক্ষকেরা অংশগ্রহণ করলে কলেজের অনেকটাই অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

তবে যাদবপুরে এই সেন্টারের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রজত আচার্য শুক্রবার জানান, কোনও শিক্ষকের অসুবিধা হলে এ বার ওই কর্মসূচিতে অংশগ্রহণ না করে পরেও করতে পারবেন। তিনি জানান, বছরে চার বার এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষকদের আবেদনের ভিত্তিতেই সেখানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। এ বার কোভিড পরিস্থিতির কারণে গত নভেম্বরে এই কর্মসূচি প্রথম অনলাইনে শুরু করা গিয়েছিল। আগামী মার্চের মধ্যেই চারটি কর্মসূচি শেষ করতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement