Mamata Banerjee

নথি হারালে তৈরি করা যাবে, জীবন মূল্যবান, বৌবাজারে পরিদর্শনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

স্থানীয় বাসিন্দাদের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামিকাল মঙ্গলবার নবান্নে এই নিয়ে বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে রাজ্য প্রশাসনের কর্তারা ছাড়াও কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)-এর প্রতিনিধিরা থাকবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫১
Share:

বৌবাজারে পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —নিজস্ব চিত্র

সরে গিয়েছে পায়ের তলার মাটি । কার্যত এক কাপড়ে বাড়ি ছেড়েছিলেন। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার জেরে বৌবাজারে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ির সেই সব বাসিন্দাদের সঙ্গে সোমবার কথা বললেন মুখ্যমন্ত্রী। তাঁদের জানিয়ে এলেন, আগামিকাল মঙ্গলবার নবান্নে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেখানেই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন-সহ যাবতীয় বিষয়ে আলোচনা হবে।

Advertisement

মাটির নীচে চলছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার কাজ। টানেল বোরিং মেশিন দিয়ে কাজ করার সময় ভূগর্ভস্থ জল ঢুকে বিপত্তি ঘটে। তার জেরে শনিবার থেকে বৌবাজারের দুর্গা পিতুরি লেন ও সেকরাপাড়া লেনের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একাধিক বাড়ির বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে। রবিবারই ওই এলাকার ১৮টি বাড়ি থেকে মোট ২৮৪ জনকে সরিয়ে বাড়িগুলি খালি করে দেওয়া হয়। তাঁরা আপাতত হোটেলে রয়েছেন। সোমবার সন্ধ্যায় সেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী।

স্থানীয় বাসিন্দাদের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামিকাল মঙ্গলবার নবান্নে এই নিয়ে তিনি বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে রাজ্য প্রশাসনের কর্তারা ছাড়াও কলকাতা মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)-এর প্রতিনিধিরা থাকবেন। পাশাপাশি পুলিশ কমিশনার অনুজ শর্মাকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দাদের মধ্যে থেকে চার জনের প্রতিনিধি ঠিক করে দিতে। তাঁরাও নবান্নের ওই বৈঠকে থাকবেন।

Advertisement

কিন্তু মুখ্যমন্ত্রী যখন এই সব কথা বলছেন, তখনও ক্ষোভ-উদ্বেগ প্রকাশ করতে থাকেন বাসিন্দারা। তাঁরা জানান, তড়িঘড়ি করে বাড়ি ছেড়েছিলেন। কিছুই বাইরে বের করতে পারেননি। এমনকি, গুরুত্বপূর্ণ নথিও নয়। সেগুলি আনার জন্য বাড়িতে ঢুকতে দেওয়ার আর্জি জানান তাঁরা। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘জীবন চলে গেলে আর ফেরত পাওয়া যাবে না। নথিপত্র কিছু নষ্ট হলে বা হারিয়ে গেলে সেগুলো তৈরি করে দেওয়া হবে।’’ পুলিশ-প্রশাসনের মাধ্যমে যদি সেগুলি বার করে আনা যায়, সেই অনুরোধও করেন তাঁরা। কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী তাতে সায় দেননি।

আরও পড়ুন: নতুন করে ফাটল একাধিক বাড়িতে, ক্ষোভ ও আতঙ্ক বাড়ছে বৌবাজারে

আরও পড়ুন: ধরাই পড়েনি জলস্তর! মেট্রোর মাটি পরীক্ষার গলদেই বউবাজারের এই বাড়ি বিপর্যয়

এ দিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ওই এলাকায় আসেন মুখ্যমন্ত্রী। ব্যাঙ্ক অব ইন্ডিয়ার দিক থেকে আসার পথে দফায় দফায় দাঁড়িয়ে কথা বলেন বাসিন্দাদের সঙ্গে। এর পর ফেরার সময় গোয়েঙ্কা কলেজে এই সংক্রান্ত যে কন্ট্রোল রুম তৈরি হয়েছে হয়েছে, সেখানে গিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement