CISCE Board

সিআইএসসিই বোর্ডে জোর চিন্তনমূলক প্রশ্নে, তৈরি প্রশ্ন ব্যাঙ্ক

জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে, মুখস্থ করে নয়, বই পড়ে নিজস্ব মতামত তৈরি করতে হবে পড়ুয়াদের। শিক্ষার ব্যবহারিক প্রয়োগ করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৪ ০৮:১০
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? তখন বাংলার নবাব কে ছিলেন? ওই যুদ্ধের মূল চক্রান্তকারী কারা?— এমন প্রশ্ন নয়। বরং, আগামী বার বোর্ডের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, পলাশীর যুদ্ধের তাৎপর্য নিয়ে তোমার নিজস্ব ব্যাখ্যা কী? এই যুদ্ধের ফল অন্য রকম হলে বাংলা তথা ভারতের ইতিহাস কতটা পাল্টাতে পারত বলে তোমার মনে হয়?

Advertisement

জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে, মুখস্থ করে নয়, বই পড়ে নিজস্ব মতামত তৈরি করতে হবে পড়ুয়াদের। শিক্ষার ব্যবহারিক প্রয়োগ করতে হবে। সেই নীতি অনুসরণ করেই আগামী বছর আইসিএসই এবং আইএসসি, দুই পরীক্ষাতেই এমন কিছু চিন্তনমূলক প্রশ্ন আসবে। সেই প্রশ্ন কেমন হতে পারে, তার একটি প্রশ্ন ব্যাঙ্ক তৈরি করল সিআইএসসিই বোর্ড। বোর্ডের সচিব জোসেফ এমানুয়েল জানিয়েছেন, তাঁদের ওয়েবসাইটে লাইব্রেরি বিভাগে প্রশ্ন ব্যাঙ্ক আপলোড করা শুরু হয়েছে। চলতি মাসের মধ্যে ওই কাজ শেষ
হয়ে যাবে।

সিআইএসসিই বোর্ড অনুমোদিত স্কুলগুলির অধ্যক্ষেরা জানাচ্ছেন, এই ধরনের চিন্তনমূলক প্রশ্ন কেমন হতে পারে, তার প্রশ্ন ব্যাঙ্ক হলে পড়ুয়াদের খুব সুবিধা হবে। রামমোহন মিশন হাইস্কুলের অধ্যক্ষ সুজয় বিশ্বাস বলেন, ‘‘চলতি বছর, অর্থাৎ ২০২৪ সালেও এই রকম চিন্তনমূলক প্রশ্ন এসেছিল আইসিএসই এবং আইএসসি-তে। আগামী বছর এমন প্রশ্ন আরও বাড়তে পারে। এক জন পড়ুয়া কোনও একটি বিষয় পড়ে কতটা জ্ঞান লাভ করতে পারছে, তা দেখতে চাইছে বোর্ড। মুখস্থবিদ্যার বদলে তারা কতটা নিজস্ব মতামত তৈরি করতে পারছে এবং তার ব্যবহারিক প্রয়োগ কতটা করছে, তা-ও দেখা হবে। আগামী পরীক্ষায় প্রতিটি বিষয়ে ২৫ শতাংশ চিন্তনমূলক, ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে বলে জানিয়েছে বোর্ড।’’

Advertisement

সুজয় জানান, গত বার এই ধরনের কোনও প্রশ্ন ব্যাঙ্ক ছিল না বলে শিক্ষকেরা নিজেদের মতো প্রশ্ন তৈরি করে পড়িয়েছিলেন। ফলে সব স্কুলের পড়ুয়াদের সমান প্রস্তুতি হয়নি। এ বার আর সেটা হবে না।

ন্যাশনাল ইংলিশ স্কুলের অধ্যক্ষা মৌসুমী সাহা বলেন, ‘‘মানুষ চাঁদে কবে পা দিয়েছিল, তা গুগ্‌লে খুঁজলেই পাওয়া যায়। কিন্তু মানবজাতির পক্ষে সেটি কতটা গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নের উত্তর দিতে গেলে বিষয়টার গভীরে গিয়ে পড়তে হবে। বোর্ড এখন এমন প্রশ্নের উপরেই জোর দিচ্ছে।’’

অধ্যক্ষেরা জানান, সিআইএসসিই বোর্ডের ওয়েবসাইট থেকে যে কেউ এই প্রশ্ন ব্যাঙ্ক দেখতে পাবেন। ফলে সব বোর্ডের পড়ুয়াদের পক্ষেই এমন প্রশ্নের উত্তর তৈরি করতে সুবিধা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement