CID Investigation

সদ্যোজাত বিক্রির তদন্তে ধৃতকে নিয়ে বিহারে সিআইডি

পটনা এবং গয়ার কাছ থেকে শিশুদের কিনে এখানে বিক্রি করত বলে জেরার মুখে মানিক জানালেও, নির্দিষ্ট ভাবে সে কোনও জায়গার নাম বলেনি বলেই সূত্রের দাবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ০৬:২৩
Share:

কোথা থেকে শিশু কিনে নিয়ে আসত ধৃতেরা, তা জানার জন্য মানিককে নিয়ে বুধবার বিহারে গিয়েছে সিআইডির একটি দল। —প্রতীকী চিত্র।

বিহারের পটনা এবং গয়ার বিভিন্ন জায়গা থেকে সদ্যোজাতদের কিনে নিয়ে এসে কলকাতা-সহ রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করত শিশু বিক্রিতে সিআইডি-র হাতে ধৃত মানিক হালদার। সিআইডি সূত্রের খবর, মানিক জেরায় জানিয়েছে, গত কয়েক বছরের মধ্যে কিছু দিন অন্তর সে শিশু নিয়ে এসে বিক্রি করেছে। যার মধ্যেকলকাতায় যেমন বিক্রি করা হয়েছে, তেমনই সাঁতরাগাছি ও সোনারপুরেও বিক্রি করা হয়েছে সদ্যোজাতদের। এ ছাড়া দিল্লি, হায়দরাবাদেও ধৃতেরা শিশু বিক্রি করেছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।

Advertisement

পটনা এবং গয়ার কাছ থেকে শিশুদের কিনে এখানে বিক্রি করত বলে জেরার মুখে মানিক জানালেও, নির্দিষ্ট ভাবে সে কোনও জায়গার নাম বলেনি বলেই সূত্রের দাবি। ঠিক কোথা থেকে শিশু কিনে নিয়ে আসত ধৃতেরা, তা জানার জন্য মানিককে নিয়ে বুধবার বিহারে গিয়েছে সিআইডির একটি দল।

শনিবার বিহারের গয়ার কোথা থেকে এবং কার কাছ থেকে শিশু কিনেছিল, তা নিশ্চিত করতে সেখানে নিয়ে যাওয়া হয় মানিককে। এক তদন্তকারী আধিকারিক জানান, ধৃতের কথায় বেশ কিছু অসঙ্গতি আছে। সে শিশুগুলি কার কাছ থেকে পেয়েছে, সেটিও বলতে চাইছে না। তাই তাকে বিহারে নিয়ে গিয়ে শিশু কেনার স্থান নির্দিষ্ট করা হবে। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বিহারের বাকিদের চিহ্নিত করার কাজ করা হবে।

Advertisement

প্রাথমিক তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন, বিহারের প্রত্যন্ত এলাকায় গজিয়ে ওঠা বেআইনি নার্সিংহোমগুলির সঙ্গে যোগ ছিল ধৃতদের। সেখান থেকে সদ্যোজাতদের কিনে নিয়ে এসে মানিকের কাছে পৌঁছে দেওয়া হত। এক-একটি শিশু দুই লক্ষ থেকে দশ লক্ষ টাকায় বিক্রি হত। মানিক হাতে অগ্রিম টাকা পেলে বিহারে চলে যেত। সেখানে টাকা দিয়ে শিশুটিকে নিয়ে চলে আসত এ রাজ্যে। শিশুকে হস্তান্তর করার সময়ে বকেয়া টাকা নিত সে।

তবে সিআইডির অন্য একটি সূত্রের দাবি, ধৃতের মোবাইল খতিয়ে দেখে বিহার এবং কলকাতার কয়েক জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের খোঁজ শুরু হয়েছে। তবে নগদে, না কি অনলাইনে শিশু বিক্রির টাকা লেনদেন হত, সেই বিষয়ে সিআইডি কিছু বলতে না চাইলেও ধৃতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তথ্য মিলেছে বলে সূত্রের দাবি। সিআইডি জানাচ্ছে, বিহারের অভিযুক্তদের খোঁজ মিললেই জানা যাবে, কতগুলি শিশু এখনও পর্যন্ত ধৃতেরা বিক্রি করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement