COVID-19

Calcutta High Court: কলকাতা হাই কোর্টে কাজ হবে ৫০% কর্মী নিয়ে, প্রতি বেঞ্চে ৫০টি মামলা, জারি নির্দেশিকা

সোমবার এই নির্দেশিকা প্রকাশ করেছেন হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ২৩:১০
Share:

—ফাইল চিত্র।

রাজ্য জুড়ে যে গতি করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে, তাতে স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়েছে জনমানসে। এই পরিস্থিতি নজরে রেখেই এ বার নয়া নির্দেশিকা জারি হল কলকাতা হাই কোর্টে। নয়া নির্দেশিকা জানানো হয়েছে, হাই কোর্টে এ বার ৫০ শতাংশ কর্মী নিয়েই কাজ হবে।

Advertisement

সোমবার এই নির্দেশিকা প্রকাশ করেছেন হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। আদালতে কর্মীর সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেক বেঞ্চে এখন থেকে কম পক্ষে ৫০টি করে মামলার শুনানি হবে।

হাই কোর্ট সূত্রে খবর, কয়েক জন বিচারপতি-সহ প্রায় ২০০ জনের বেশি কর্মী কোভিড আক্রান্ত হয়েছেন। যদিও সরকারি ভাবে হাই কোর্টের তরফে সেই তথ্য প্রকাশ করা হয়নি।

Advertisement

এর আগে গত ১ জানুয়ারির নির্দেশিকায় দুই-তৃতীয়াংশ কর্মী নিয়ে কাজকর্ম চালানোর কথা বলা হয়েছিল। এ বার সামগ্রিক পরিস্থিতি নজরে রেখে সেই সংখ্যা আরও কমিয়ে আনা হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement