রবীন্দ্র সরোবরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন ভক্তেরা।- নিজস্ব চিত্র।
সর্বোচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও ছটপুজো করতে চেয়ে রবীন্দ্র সরোবরে বাইরে বিক্ষোভ দেখালেন ভক্তেরা। যদিও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ সাময়িক ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ভক্তদের অবশ্য দাবি, ৪ ঘণ্টার জন্য ছট পুজো করলে পরিবেশের কোনও ক্ষতি হবে না। তাই তাঁদের যেন অন্তত ৪ ঘণ্টার জন্য পুজোর অনুমতি দেওয়া হয়।
জাতীয় পরিবেশ আদালত এবং কলকাতা হাইকোর্টের পাশাপাশি শীর্ষ আদালতও রবীন্দ্র সরোবরে ছটপুজোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে।
কিন্তু তার পরও আজ, শুক্রবার সকালে পুজোর উপকরণ নিয়ে একদল ভক্ত রবীন্দ্র সরোবরে ঢুকতে যান। রবীন্দ্র সরোবরের ১,২ এবং ৩ নম্বর গেটে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। পুলিশ ভক্তদের ভিতরে ঢুকতে বাধা দেওয়ায় তাঁরা উত্তেজিত হয়ে পড়েন। কিছু ক্ষণ পুলিশের সঙ্গে তাঁদের কথা কাটাকাটিও চলে। তবে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।
আজ, শুক্রবার থেকেই ছটপুজো শুরু। শনিবার পর্যন্ত চলবে। এই দু’দিন যাতে রবীন্দ্র সরোবরে কোনও ভাবেই ভক্তেরা পুজোর উদ্দেশ্যে প্রবেশ করতে না পারেন সে জন্য সকাল থেকেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: বাইডেন বাঙালির মাহাত্ম্য বোঝেন, দিল্লি বোঝে না
রবীন্দ্র সরোবরের বাইরে মোতায়েন রয়েছে পুলিশ। -নিজস্ব চিত্র।