প্রতীকী ছবি।
করোনা মোকাবিলায় আর্থিক সাহায্য দিয়ে রাজ্যের পাশে দাঁড়াতে চেয়েছিলেন এক অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। সেই মতো দশ হাজার টাকার চেক তুলে দিয়েছিলেন পরিচিত এক প্রাক্তন কাউন্সিলরের হাতে। অভিযোগ, দেড় মাস কেটে গেলেও সেই চেক রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে জমা হয়নি। চেক কোথায় গেল, তার উত্তরও মেলেনি।
কামারহাটির বাসিন্দা, প্রাক্তন পুলিশকর্মী স্বপন ঘোষাল বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ইমেলে জানিয়েছেন। তাঁর দাবি, জুনে চেক দিতে প্রাক্তন কাউন্সিলর বিমল সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও না পেরে ১ জুলাই অন্য প্রাক্তন কাউন্সিলর নবীন ঘোষালকে সেটি দেন তিনি। কয়েক দিন পরেও টাকা না-কাটার কারণ জানতে চাইলে নবীনবাবু জানান, চেকটি প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গোপাল সাহার কাছে পাঠিয়েছেন। গোপালবাবুর সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, স্বপনবাবুর নামে কোনও চেকই আসেনি! স্বপনবাবুর দাবি, ফের নবীনবাবুর সঙ্গে যোগযোগ করলেও সাড়া দিচ্ছেন না। এ নিয়ে নবীনবাবুকে ফোন বা মেসেজ করা হলেও উত্তর মেলেনি। বিমলবাবুর দাবি, ‘‘ওঁর সঙ্গে খারাপ ব্যবহার করিনি।’’ কিন্তু চেক কোথায়? গোপালবাবু বলেন, ‘‘বলতে পারব না। তবে চেকটি বাতিল করে নতুন চেক আমাকে দিতে পারেন।’’