Omicron

Omicron in Kolkata: কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি, নবান্নকে চিঠি উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের

করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে কলকাতায়। এই পরিস্থিতিতে কী কী করলে সংক্রমণকে বাগে আনা যাবে তার পরামর্শ দিয়ে চিঠি এল নবান্নে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ১৪:১৭
Share:

ফাইল ছবি।

কলকাতায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যের স্বাস্থ্যসচিবকে এই মর্মে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।

গত দু’সপ্তাহ ধরে কলকাতায় আচমকাই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমনই বলছে সাম্প্রতিক পরিসংখ্যান। এই পরিস্থিতিতে রাজ্যকে সতর্কবার্তা পাঠাল দিল্লি। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে লেখা চিঠিতে পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ করা দরকার, তা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব।

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব তাঁর লেখা চিঠিতে করোনা পরীক্ষা আরও বাড়ানোর কথা বলেছেন। পাশাপাশি টিকাকরণ বাড়ানো এবং গণ্ডিবদ্ধ এলাকা (কনটেনমেন্ট জোন) তৈরি করে সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানোর পরামর্শ দেওয়া হয়েছে।

নবান্নকে পাঠানো কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের চিঠি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement