ফাইল ছবি।
কলকাতায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যের স্বাস্থ্যসচিবকে এই মর্মে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ।
গত দু’সপ্তাহ ধরে কলকাতায় আচমকাই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমনই বলছে সাম্প্রতিক পরিসংখ্যান। এই পরিস্থিতিতে রাজ্যকে সতর্কবার্তা পাঠাল দিল্লি। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমকে লেখা চিঠিতে পরিস্থিতি মোকাবিলায় কী কী পদক্ষেপ করা দরকার, তা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব।
কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব তাঁর লেখা চিঠিতে করোনা পরীক্ষা আরও বাড়ানোর কথা বলেছেন। পাশাপাশি টিকাকরণ বাড়ানো এবং গণ্ডিবদ্ধ এলাকা (কনটেনমেন্ট জোন) তৈরি করে সংক্রমণ ছড়িয়ে পড়া আটকানোর পরামর্শ দেওয়া হয়েছে।
নবান্নকে পাঠানো কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের চিঠি।