বেহালায় আরজি কর কাণ্ডের প্রতিবাদ। ছবি অঙ্কুশ ঘোষ।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ। রবিবার বাংলা জুড়ে একাধিক মিছিল, বিক্ষোভ কর্মসূচি হয়েছে। হয়েছে দ্বিতীয় দফার ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচিও। দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নেমেছে জনতা।
রবিবার তেমনই একটি প্রতিবাদ মিছিলে শামিল হলেন দক্ষিণ কলকাতার বেহালা অরবিন্দ পল্লির মানুষ। এক ঘণ্টার মোমবাতি মিছিলে তাঁদের দাবি একটাই, ‘আর জি কর-কাণ্ডের বিচার চাই, দোষীদের কঠোর শাস্তি চাই’।
বেহালায় আয়োজিত এই প্রতিবাদ মিছিলের প্রধান উদ্যোক্তার প্রশ্ন, যে ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে, এমনকি দেশে বিদেশে প্রতিবাদ চলছে, সেই ঘৃণ্য ঘটনায় জড়িত মূল দোষীদের কবে গ্রেফতার করা হবে? পাশাপাশি তাঁর বক্তব্য, ‘মনে রাখতে হবে সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করলেও, তিনি মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলায় নয়, গ্রেফতার হয়েছেন আর্থিক দুর্নীতির অভিযোগে। ওই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হলেও মূল দোষীরা এখনও অধরা।’