Calcutta High Court

আদালতের ভোটে গণনায় স্থগিতাদেশ

শুক্রবার সকাল থেকে আলিপুরের ফৌজদারি ও দেওয়ানি আদালতে নির্বাচন হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ০৫:৫৭
Share:

প্রতীকী ছবি।

আলিপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের গণনায় স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্ট।

Advertisement

শুক্রবার সকাল থেকে আলিপুরের ফৌজদারি ও দেওয়ানি আদালতে নির্বাচন হয়। এই নির্বাচনে বার অ্যাসোসিয়েশনের সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী, আইনজীবী প্রশান্ত মজুমদারের স্বতঃপ্রণোদিত আবেদনের ভিত্তিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা বুথের বাইরে এবং ভিতরে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছিলেন। তাঁর আরও নির্দেশ ছিল, আলিপুরের জেলা বিচারকের তত্ত্বাবধানে গোটা নির্বাচন-প্রক্রিয়া সংঘটিত করতে হবে এবং আলিপুর থানাকে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন পরিচালনা করতে হবে।

কিন্তু ভোট চলাকালীন শুধু বুথের বাইরে সিসি ক্যামেরা বসানো হয়েছিল বলে অভিযোগ করেন প্রশান্তবাবু। তিনি বিষয়টি জেলা বিচারকের গোচরেও আনেন। প্রশান্তবাবু বলেন, ‘‘জেলা বিচারক আমাদের বলেন, হাই কোর্টের নির্দেশে বুথের ভিতরে সিসি ক্যামেরা বসানোর বিষয়টি উল্লেখ নেই।’’ এর পরেই ফের হাই কোর্টের দ্বারস্থ হন ওই আইনজীবী। বিচারপতি মান্থা তাঁর আবেদন শুনে আলিপুরের জেলা বিচারক চৈতালি চট্টোপাধ্যায়কে ভোট গণনা স্থগিত করার জন্য নির্দেশ দেন। আগামী সোমবার জেলা বিচারককে জবাবদিহি করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Advertisement

নির্বাচন শেষে প্রশান্তবাবু আরও অভিযোগ করেন, ‘‘প্রচুর ছাপ্পা ভোট দেওয়া হয়েছে। প্রার্থীদের একাংশ নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরে স্বাক্ষরও করেনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement