কলকাতা হাই কোর্ট। — ফাইল চিত্র।
আলিপুর কোর্টে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত রাখল কলকাতা হাই কোর্ট। ২০২৪ সালের ১৮ জানুয়ারি এই নির্বাচন হওয়ার কথা ছিল। বেআইনি কার্যকলাপের অভিযোগে সেই নির্বাচনের নোটিস খারিজ করলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।
বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেছিলেন সঙ্কর্ষণ মজুমদার। তাঁর হয়ে মামলা লড়ছেন আইনজীবী শ্রীজীব চক্রবর্তী এবং আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার নির্বাচনের নোটিস খারিজ করে দিলেন বিচারপতি।
১৫ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত এই নির্বাচনের মনোনয়ন জমা করার দিন ছিল। পরখের পর ২০ ডিসেম্বর সেই নির্বাচনের প্রার্থী ঘোষণার কথা ছিল। প্রার্থীপদের মনোনয়ন তুলে নেওয়ার শেষ দিন ছিল ২১ ডিসেম্বর। সেই নির্বাচন আপাতত হচ্ছে না বলে জানিয়ে দিলেন বিচারপতি।