Dumdum Central Jail

সংশোধনাগারে বন্দি-মৃত্যুতে ময়না তদন্তের নির্দেশ

বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্করঘোষ এই নির্দেশ দেন। তিনি জানান, ময়না তদন্তের ভিডিয়ো রেকর্ডিং করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ০৯:৫৮
Share:

মামলার পরবর্তী শুনানি ২৪ জানুয়ারি। — প্রতীকী চিত্র।

দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে এক বন্দির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশিকা মেনে ময়না তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্করঘোষ এই নির্দেশ দেন। তিনি জানান, ময়না তদন্তের ভিডিয়ো রেকর্ডিং করতে হবে। ময়না তদন্তেরতত্ত্বাবধান করবে এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার দ্বারা গঠিত বিশেষ বোর্ড। টালা থানার ওসিকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ওই বন্দির দেহ এন আর এস হাসপাতালে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে। মামলার পরবর্তী শুনানি ২৪ জানুয়ারি।

Advertisement

আদালতের খবর, গত বছরের ফেব্রুয়ারিতে মৌসম চট্টোপাধ্যায় নামে ওই বন্দিকে গ্রেফতার করে দক্ষিণেশ্বর থানা। বিচারবিভাগীয় হেফাজত হওয়ার পরে প্রথমে ব্যারাকপুর এবং পরে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে তাঁকে রাখা হয়েছিল। মঙ্গলবার মৌসমের মৃত্যুসংবাদ সামনে আসে।

তাঁর মৃত্যুর পরে তদন্ত এবং নিরপেক্ষ ময়না তদন্তের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থহয়েছিল মৃতের পরিবার। তাদের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় কোর্টে অভিযোগ করেন যে, বিরোধী রাজনৈতিক দলের কর্মী মৌসমকে মিথ্যা মামলায় গ্রেফতার করেছিল পুলিশ। জেল হেফাজতে থাকাকালীন অসুস্থ মৌসমকে ইচ্ছাকৃত ভাবে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি বলেও জানান আইনজীবী। এই কারণেই যথাযথ তদন্ত এবং ময়না তদন্তের আর্জি জানান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement