Kartik Aaryan-Karan Johar

অতীত ভুলে সামনে তাকাতে চাইছেন, কর্ণের সঙ্গে তাঁর ছবি দেখে কী বললেন কার্তিক?

কর্ণের সঙ্গে ‘মতানৈক্য’ অতীত। কার্তিক এগিয়ে চলায় বিশ্বাসী। তাই দু’জনে নতুন ছবিতে জুটি বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৪:৫৯
Share:

কর্ণ জোহরের সঙ্গে কার্তিক আরিয়ান। ছবি: সংগৃহীত।

কর্ণ জোহরের সঙ্গে কার্তিক আরিয়ানের অম্ল-মধুর সম্পর্ক চর্চিত বিষয়। ২০১৯ সালে কার্তিককে নিয়ে ‘দোস্তানা ২’ ছবিটির ঘোষণা করেন কর্ণ। কিন্তু তার পর মাঝপথেই ছবির প্রস্তুতির কাজ বন্ধ হয়ে যায়। ইন্ডাস্ট্রির গুঞ্জন ছিল, কর্ণের সঙ্গে কার্তিকের মতানৈক্যের কারণেই নাকি ছবিটি তৈরি হয়নি।

Advertisement

তার পর থেকে গত চার বছরে বলিউডে অনেক জল গড়িয়েছে। সময়ের সঙ্গে কার্তিক নিজেকে একজন সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সেই সঙ্গে দু’জনের সম্পর্কের সমীকরণ যে আবার ঘুরেছে, তার প্রমাণ নতুন ছবি। সম্প্রতি কর্ণ কার্তিককে নিয়ে নতুন একটি ছবির ঘোষণা করেছেন। সেই ছবির নাম ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’।

সম্প্রতি একটি অনুষ্ঠানে কর্ণের সঙ্গে তোলা তাঁর একটি ছবি কার্তিককে দেখানো হয়। অভিনেতার উত্তর, ‘‘এ নিয়ে কী আর বলব!’’ এর পরেই কার্তিক কিছুটা চুপ করে থাকার পর বলেন, ‘‘আমার মনে হয়, ওঁর সঙ্গে আমার একটু ভালবাসা আর ঘৃণা মেশানো সম্পর্ক। এই ছবিটা সেই বিষয়টাকে খুব ভাল ভাবে ফুটিয়ে তুলেছে।’’

Advertisement

ওই ছবিটা কখন তোলা হয়েছিল, সেই প্রশ্নও করা হয় কার্তিককে। অভিনেতা জানান, ছবিটি ‘দোস্তানা ২’-এর বৈঠকের সময়ে তোলা হয়। কার্তিক বলেন, ‘‘এই ছবিটা আমাদের প্রথম ছবি যেটা হতে পারত। তিনি হয়তো জানতেন, ছবিটা আমি করব। তাই আগেই ছবি তোলা হয়ে যায়।’’

কিন্তু অতীত ভুলে কার্তিক সামনে তাকাতে আগ্রহী। তাই কর্ণের সঙ্গে নতুন ছবি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। অভিনেতা বলেন, ‘‘এখন তো আমরা একসঙ্গে ছবি করছি। আশা করছি, আমরা একটা ভাল ছবি তৈরি করতে পারব।’’ ছবিটি পরিচালনা করছেন সমীর বিদ্বান। মুক্তি পাবে ২০২৬ সালে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement