বৌবাজারে আটকে থাকা ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ ফের শুরু হতে চলেছে।—ফাইল চিত্র।
প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পরে আদালতের নির্দেশে ফের শুরু হতে চলেছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ খোঁড়ার কাজ। মঙ্গলবার এই সংক্রান্ত এক মামলার রায়ে বৌবাজারে আটকে থাকা ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ অবিলম্বে শুরু করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
মাদ্রাজ আইআইটি-র বিশেষজ্ঞদের পরামর্শ মেনে যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে তার পরে কাজ শুরু করতে বলেছে আদালত। কাজের অগ্রগতি এবং তার প্রভাব সম্পর্কে মেট্রো কর্তৃপক্ষকে আদালতে প্রতি ১৫ দিন অন্তর রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে।
গত বছরের ৩১ অগস্ট বৌবাজারে মেট্রো প্রকল্পের সুড়ঙ্গ তৈরির সময়ে ধস নামার ঘটনায় হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সেখানে একের পর এক বাড়ি ভেঙে পড়ার ঘটনায় বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে মেট্রো কর্তৃপক্ষের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তার পরেই প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণন ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আদালতের অনুমতি ছাড়া প্রকল্পের কাজ শুরু করা যাবে না।
এ দিন মেট্রো কর্তৃপক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, প্রকল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে মেট্রোর বিশেষজ্ঞ কমিটির দেওয়া রিপোর্ট খতিয়ে দেখেছেন মাদ্রাজ আইআইটি-র শিক্ষকেরা। কাজ শুরু করার ক্ষেত্রে কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, তা-ও বিশদে জানিয়েছেন তাঁরা। এ দিন আদালতে সেই নথি পেশ করা হয়। তা দেখেই কাজ শুরু করার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।
দীর্ঘ পাঁচ মাস বৌবাজারে সুড়ঙ্গ খননের কাজ থমকে থাকায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। তবে এ দিন কোর্টের নির্দেশে অনেকটাই স্বস্তি পেয়েছেন ইস্ট-ওয়েস্ট মেট্রোর কর্তারা। এক কর্তা বলেন, ‘‘আদালতের নির্দেশ খুবই আশাব্যঞ্জক। ওই নির্দেশ খতিয়ে দেখে খুঁটিনাটি সব মেনেই কাজ শুরু করা হবে।’’
মেট্রো সূত্রের খবর, আপাতত নির্মলচন্দ্র স্ট্রিটের মুখে থমকে থাকা পূর্বমুখী সুড়ঙ্গের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। দুর্ঘটনাগ্রস্ত পশ্চিমমুখী সুড়ঙ্গের কাজ এখনই শুরু হচ্ছে না। মাদ্রাজ আইআইটি-র বিশেষজ্ঞেরা সুড়ঙ্গ খননের কাজ শুরু করার আগে কাছাকাছি থাকা প্রতিটি বাড়ির স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত সমীক্ষা করতে বলেছেন। মাটির চরিত্র বিচার করে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা অবলম্বন করার পাশাপাশি এলাকার বাসিন্দাদেরও মেট্রোর পদক্ষেপ সম্পর্কে অবহিত করতে বলেছেন।
সুড়ঙ্গ-বিপর্যয়ের পরে মেট্রোর তরফে সুড়ঙ্গ বিশেষজ্ঞ জন এন্ডিকটের নেতৃত্বে একটি কমিটি গড়া হয়েছিল। ওই কমিটি এখনও সক্রিয়। আইআইটি-র নজরদারিতে ওই কমিটির পরামর্শ মেনেই আপাতত সুড়ঙ্গ খননের কাজ শুরু হবে।