Calcutta High Court

বিকাশ ভবনের সামনে চাকরিপ্রার্থীদের ধর্না নয়, অনুমতির আবেদন নাকচ করল কলকাতা হাই কোর্ট

বিচারপতি সেনগুপ্ত জানান, আন্দোলনকারীরা বিধাননগরের সেন্ট্রাল পার্কের কাছে সৌরভ গাঙ্গুলি ক্রিকেট অ্যাকাডেমির সামনে কর্মসূচি করতে পারবেন। সেখানে তিন দিন ধর্না কর্মসূচি করা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৩ ১৪:২৪
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

চাকরির দাবিতে ধর্নায় বসতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েও অনুমতি মেলেনি। এ বার উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের নিরাশ করল কলকাতা হাই কোর্টও। বিকাশ ভবনের সামনে ধর্না কর্মসূচির অনুমতি দেওয়ার আবেদন বুধবার খারিজ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। এ ক্ষেত্রে রাজ্যের আপত্তিতেই সায় দিয়েছেন বিচারপতি।

Advertisement

শুক্রবার বিচারপতি সেনগুপ্ত জানান, আন্দোলনকারীরা বিধাননগরের সেন্ট্রাল পার্কের কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট অ্যাকাডেমির সামনে কর্মসূচি করতে পারবেন। সেখানে তিন দিন ধর্না কর্মসূচি করা যাবে। আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্যের স্কুলগুলিতে কয়েক লক্ষ শূন্যপদ থাকলেও সরকারের সদিচ্ছার অভাবে সেই শূন্যপদগুলিতে শিক্ষক নিয়োগ হচ্ছে না।

শূন্যপদে দ্রুত নিয়োগ-সহ একাধিক দাবিতে বিকাশ ভবনের কাছে ধর্না কর্মসূচি করতে চেয়ে প্রথমে পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি না-দেওয়ায় হাই কোর্টের দ্বারস্থ হন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। এর আগেও ওই জায়গায় কর্মসূচি করতে অনুমতি দেয়নি পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement