Calcutta University

হস্টেলে গন্ডগোলের ঘটনায় বক্তব্য শোনা হবে দু’পক্ষেরই

পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে, একটি কমিটি তৈরি করা হবে। সেই কমিটি বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেলে ঘুরে বহিরাগতদের চিহ্নিত করবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ০৯:০৮
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। —ফাইল চিত্র।

আনন্দ পট্টবর্ধন পরিচালিত ‘রাম কে নাম’ ছবিটি দেখানো নিয়ে শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলে উত্তেজনা ছড়ায়। সে দিন রাতেই দুই আবাসিক ইউজিসি-র অ্যান্টি-র‌্যাগিং সেলে নিগ্রহের অভিযোগ জানিয়েছিলেন। সোমবার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি-র‌্যাগিং কমিটির বৈঠক ডাকা হয়। অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে জানিয়েছেন, সিদ্ধান্ত হয়েছে, এই অভিযোগ নিয়ে ১৬ ডিসেম্বর অভিযোগকারী এবং অভিযুক্ত, দু’পক্ষকেই ডেকে তাঁদের বক্তব্য শোনা হবে। আলাদা আলাদা করে তাঁদের সঙ্গে কথা বলবেন কমিটির সদস্যেরা।

Advertisement

এর পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে, একটি কমিটি তৈরি করা হবে। সেই কমিটি বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেলে ঘুরে বহিরাগতদের চিহ্নিত করবে। এর পরে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বার বারই এই বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে বহিরাগতদের আনাগোনার অভিযোগ উঠেছে। কারমাইকেল হস্টেলের গোলমালের পিছনে প্রাক্তনী ও বহিরাগতদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে।

এ দিন কারমাইকেল হস্টেলে আক্রান্ত আবাসিকদের পক্ষ থেকে অন্তর্বর্তী উপাচার্যকে স্মারকলিপি দিতে যাওয়া হলে তিনি ওই হস্টেলের বহিরাগতদের তালিকা জমা করতে বলেন। অন্তর্বর্তী উপাচার্য জানালেন, এর পরে প্রতিনিধিদল বিস্তারিত তথ্য দিয়ে যে সব বহিরাগত হস্টেলে ঘর দখল করে আছেন, তাঁদের নামের একটি তালিকা জমা দেয়। এ দিন টিএমসিপি-র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে একটি জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু কলকাতা হাই কোর্টের নির্দেশে টিএমসিপি-র যে নেতার ক্যাম্পাসে ঢোকা বারণ, সেই ছাত্র নেতাকেই ক্যাম্পাসে দেখতে পাওয়া গেলে তাঁকে
সাদা পোশাকের পুলিশ ক্যাম্পাস থেকে বার করে দেয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement