Bratya Basu

Social Media: ব্রাত্যের নামে ‘কটূক্তি’, গ্রেফতার ব্যবসায়ী

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ০৬:৪৮
Share:

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফাইল চিত্র।

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করার অভিযোগে সোমবার রাতে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ। ধৃতের নাম পার্থ চক্রবর্তী (৪৬)।

Advertisement

পুলিশ জানায়, বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়েছিল জুন মাসে। তাতে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় শিক্ষামন্ত্রীর নামে অশালীন মন্তব্য করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ব্রাত্যবাবু সম্পর্কিত একটি অ্যাকাউন্টের দায়িত্বে যাঁরা আছেন, তাঁদেরই প্রথম নজরে আসে বিষয়টি। তদন্তে নেমে সোমবার অভিযুক্তকে ধরে পুলিশ। মঙ্গলবার বিধাননগর আদালতে তোলা হলে অভিযুক্তের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

সূত্রের খবর, শিক্ষামন্ত্রী অবশ্য চান না এই ঘটনায় কারও শাস্তি হোক। পুলিশকেও সে কথা জানিয়েছেন তিনি। তবে পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি রাজ্যের এক মন্ত্রীর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় কেন এমন মন্তব্য করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, ধৃতের বাড়ি পাটুলি এলাকায়। ব্যক্তিগত আক্রোশ থেকে এমন কাজ কি না, তা-ও জানার চেষ্টা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement