—ফাইল চিত্র।
এ বার রাস্তায় নেমে প্রতিবাদের পথে হাঁটবে শহরের একটি বাসমালিক সংগঠন। কাল, বুধবার শহরের কোন পাঁচটি জায়গায় তারা বিক্ষোভ করবে, সোমবার তা জানিয়ে দিল ‘ওয়েস্ট বেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন’।
সংগঠনের যুগ্ম সম্পাদক প্রদীপনারায়ণ বসু বলেন, ‘‘রাজ্য সরকারের কাছ থেকে কিছু সুবিধা মিলেছে। কিন্তু যেগুলি কেন্দ্রের দেখার কথা, সেগুলি নিয়ে আবেদন জানিয়েও লাভ হয়নি। রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েও কিছু হয়নি।’’
লকডাউন-পরবর্তী পর্বে ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিল এই বাসমালিক সংগঠনও। ওই সংগঠনের সদস্যেরা জানান, ভাড়া না বাড়ালেও রাজ্য সরকার পথ কর প্রদানের সময় বৃদ্ধি, পারমিট ফি মকুবের মতো অন্যান্য বিষয়ে ছাড় দিয়েছে। কিন্তু ঋণের কিস্তির টাকায় সুদ মকুব, বিমার শংসাপত্রের মেয়াদ ছ’মাস বাড়ানো, ডিজ়েলের দাম কমানো এবং রাজ্যের পরিবহণ শিল্পের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার জন্য দীর্ঘ দিন ধরেই প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও পরিবহণমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু সদুত্তর মেলেনি।
তাই কাল, ১২ অগস্ট বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন সময়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড়, ধর্মতলা মেট্রো চ্যানেল, এক্সাইড মোড়, কালীঘাট ও গড়িয়াহাটে চলবে অবস্থান বিক্ষোভ। মালিকদের একাংশ বলছেন, ‘‘রাজ্য সরকার যা যা সুবিধা দিয়েছে, তাতে বাসমালিকদের সমস্যার স্থায়ী সমাধান হবে না। সমস্যা মেটাতে হলে কেন্দ্রকেও সহযোগিতা করতে হবে।’’