শিশুকে খুনে দোষী গৃহশিক্ষক
নিজস্ব সংবাদদাতা
মুক্তিপণের জন্য এক শিশুকে অপহরণ করে নৃশংস ভাবে খুনের অপরাধে তার গৃহশিক্ষক মনোজ প্রসাদকে শুক্রবার দোষী সাব্যস্ত করল আলিপুর আদালত। বেহালার পি এন মিত্র লেনের বাসিন্দা রাজেশ সিংহের ছেলে সাড়ে চার বছরের শুভমকে অপহরণ করা হয় ২০০৬-এর ১৬ সেপ্টেম্বর। পরদিন তার বস্তাবন্দি দেহ মেলে মনোজের বাড়ির পিছনে ডোবা থেকে। মনোজ ছাড়াও গ্রেফতার হন রাজেশের কাকা ইন্দ্রদেব সিংহ, তাঁর তিন ছেলে এবং তাঁদের এক বন্ধু। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ইন্দ্রদেবের সঙ্গে রাজেশদের ব্যবসায়িক গণ্ডগোল ছিল। তদন্ত চলাকালীন ইন্দ্রদেব মারা যান। এ দিন জেল হাজত থেকে মনোজ-সহ পাঁচ অভিযুক্তকে ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিজয়েস ঘোষালের আদালতে তোলা হলে শুধু মনোজকে দোষী সাব্যস্ত করা হয়। বাকিরা বেকসুর খালাস পায়। আজ, শনিবার মনোজের সাজা ঘোষণা হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠান
সম্প্রতি সঙ্গীত, নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতার একটি অনুষ্ঠান হয়ে গেল তিলজলায়। ৫২টি স্তরে প্রতিযোগিতার পরে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, ঝাড়খণ্ড-সহ বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত প্রায় ৬০০ প্রতিযোগী এই চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির আয়োজন করেছিল ‘রেনেশাঁ আর্টিস্টস অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশন’।