তৃণমূল ও সিপিএমের গোলমাল গার্ডেনরিচে

পুলিশ সূত্রের খবর, রবিবার বিকেলে গার্ডেনরিচ থানা এলাকার বাধাবরতলায় সিপিএমের জনসভা চলছিল। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০১
Share:

প্রতীকী ছবি।

সিপিএমের সভা চলাকালীন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচ থানা এলাকার বাধাবরতলায়। সিপিএম এবং তৃণমূল, উভয় পক্ষের তরফে গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, রবিবার বিকেলে গার্ডেনরিচ থানা এলাকার বাধাবরতলায় সিপিএমের জনসভা চলছিল।

অভিযোগ, সেই সময়ে সভার পাশ দিয়ে গাড়িতে যাচ্ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। স্থানীয় তৃণমূল কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান রঞ্জিত শীলের অভিযোগ, ‘‘বিমানবাবু সভামঞ্চের পাশ দিয়ে গাড়িতে যাওয়ার সময়ে তাঁকে লক্ষ্য করে সিপিএমের কর্মীরা কটূক্তি করেন। তাঁকে

Advertisement

লাগাতার অসম্মানজনক কথা বলায় আমাদের কর্মীরা মেনে নিতে পারেননি। তাঁরা প্রতিবাদ করলে সিপিএমের কর্মীরা তাঁদের মারধর করেন।’’ সিপিএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদারের পাল্টা অভিযোগ, ‘‘সভা শেষ হতেই তৃণমূলের কর্মীরা আমাদের কর্মীদের উপরে চড়াও হন। গুরুতর আহত হন দুই কর্মী।’’ সেই রাতে আহত দু’জনকে গার্ডেনরিচ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। পরে দু’পক্ষের তরফে গার্ডেনরিচ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনা প্রসঙ্গে জানতে চেয়ে বিধানসভার অধ্যক্ষকে বারবার ফোন করা হলে ফোন বেজে গিয়েছে। উত্তর মেলেনি এসএমএসেরও।

লালবাজারের এক কর্তা বলেন, ‘‘দু’পক্ষের অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement