Kolkata

মরণোত্তর দেহ ও অঙ্গদান আন্দোলনের পথিকৃৎ ব্রজ রায় প্রয়াত কোভিডে

বৃহস্পতিবার বেলা ১০.৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রজ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ মে ২০২১ ১৫:২৫
Share:

ব্রজ রায় ।

বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন মরণোত্তর দেহ ও অঙ্গদান আন্দোলনের পথিকৃৎ ব্রজ রায়। একাধিক অসুস্থতা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।সেখানে করোনা পরীক্ষার রিপোর্ট পিজিটিভ আসে তাঁর। বৃহস্পতিবার বেলা ১০.৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

গণদর্পণ নামে গোষ্ঠীর প্রধান ব্রজ ছিলেন বাংলায় দেহদান, অঙ্গদান আন্দোলনের পুরোধা। পাশাপাশি দীর্ঘ বাম আন্দোলনের ইতিহাস জড়িয়ে ছিল ব্রজের সঙ্গে। বিপ্লবী কমিউনিস্ট ধারার একনিষ্ঠ কর্মী ছিলেন তিনি। অনন্ত সিংহদের বাম গোষ্ঠী ‘ম্যান-মানি-গান’ বা এমএমজি-এর সক্রিয় সদস্য ছিলেন। জেলে বন্দি ছিলেন বেশ কয়েক বছর। জেল থেকে ছাড়া পাওয়ার পর মানবাধিক সংগঠন এপিডিআর-এও অনেকদিন কাজ করেছেন ব্রজ। এ সবের পাশাপাশি তাঁর পরিচয় হয়ে দাঁড়িয়েছিল দেহ, অঙ্গদানের মতো কর্মসূচিকে মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য। আজীবন সশস্ত্র বাম আন্দোলনে বিশ্বাসী ব্রজ হয়ে উঠেছিলেন দেহ ও অঙ্গদান আন্দোলনের প্রথম সারির মানুষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement