Dead Body

নেতাজি নগরে পরিত্যক্ত বাড়ির পিছন থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন ১০ দিন ধরে

মৃতের নাম বিপ্লবকুমার পাল। ১৪ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল থানায়। জায়গায় জায়গায় পোস্টারও দেওয়া হয়েছিল, যাতে কেউ তাঁকে খুঁজে দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৩ ১১:০৫
Share:

ছবি: প্রতিনিধিত্বমূলক।

একটি পরিত্যক্ত বাড়ির পিছন থেকে বৃদ্ধের পচগলা দেহ উদ্ধার। শনিবার সন্ধ্যায় ৬৮ বছরের ওই বৃদ্ধের দেহ উদ্ধার হয়। রবিবার তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বৃদ্ধের পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে। আঙুল প্রতিবেশীদের দিকে। কলকাতার নেতাজি নগরের শ্রীকলোনির ঘটনা।

Advertisement

মৃতের নাম বিপ্লবকুমার পাল। গত ১৪ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। শ্রীকলোনিতে নিজের বাড়িতে ছাদের উপর ছিল বৃদ্ধের ঘর। ১৪ জুলাই সকালে বৃদ্ধের আত্মীয়স্বজন দেখেন, তিনি ঘরে নেই। ঘরে এসি, পাখা চলছে। দরজা খোলা। এর পর বৃদ্ধের খোঁজ মেলেনি। নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল থানায়। পরিবারের তরফে জায়গায় জায়গায় পোস্টারও দেওয়া হয়েছিল, যাতে কেউ তাঁকে খুঁজে দেন।

শনিবার এলাকা থেকে পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়েরা। পুলিশ এসে বৃদ্ধের বাড়ির কাছে পরিত্যক্ত বাড়ির পিছন থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার করে। বৃদ্ধের পুত্রের অভিযোগের তির প্রতিবেশীদের দিকে। তিনি জানিয়েছেন, প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা চলছিল।

Advertisement

বৃদ্ধের বাড়ি যথেষ্ট জনবহুল এলাকায়। প্রশ্ন উঠছে, এ রকম জায়গায় বৃদ্ধের দেহ কী ভাবে এল? চারপাশে রয়েছে প্রতিবেশীদের বাড়ি। তার পরেও কারও চোখে কেন কিছু ধরা পড়েনি? এমনকি বৃদ্ধের বাড়িতে সিসি ক্যামেরাতেও কিছু ধরা পড়েনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement