Kolkata Police

Police Officer: পুরীর হোটেলে কলকাতা পুলিশকর্তার রহস্যমৃত্যু! দেহ আনতে লালবাজারের দল

সোমবার হোটেলের ঘরে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তাঁর দেহ। এর পর খবর দেওয়া হয়েছিল স্থানীয় চিকিৎসককে। তিনি এসে অলোককে মৃত ঘোষণা করেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ০৮:২১
Share:

প্রতীকী ছবি।

পুরীতে উদ্ধার হল কলকাতা পুলিশের এক কর্তার দেহ। কলকাতা পুলিশের এসিপি অলোক রায়ের দেহ উদ্ধার ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। সোমবার রাতে হোটেলের ঘরে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় তাঁর দেহ। তা দেখতে পাওয়ার পর খবর দেওয়া হয়েছিল স্থানীয় চিকিৎসককে। তিনি এসে অলোককে মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, দিন কয়েক আগে সপরিবারে পুরী বেড়াতে গিয়েছিলেন তিনি।

Advertisement

কী কারণে মৃত্যু হল কলকাতা পুলিশের ওই অফিসারের, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরী জেলার পুলিশ ইতিমধ্যেই অলোকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কলকাতা পুলিশের একটি দলও পুরী গিয়েছেন।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, অলোকের ময়নাতদন্তের রিপোর্ট এলে তাঁর দেহ কলকাতায় গোলপার্কের বাড়িতে নিয়ে আসা হবে। তার পরই অন্তিম সংস্কার করা হবে, বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement