অনিয়ম: উদ্বোধনের পরে ভিড় জমেছে আহিরীটোলার একটি পুজো মণ্ডপের সামনে। বুধবার সন্ধ্যায়। ছবি: সুদীপ্ত ভৌমিক
সংক্রমণ রুখতে পুজোয় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে বলে বার বার সতর্ক করছেন বিশেষজ্ঞেরা। মণ্ডপগুলিতে করোনা-বিধি পালনে উদ্যোক্তাদের উৎসাহ দিতে এ বার বিশেষ প্রতিযোগিতার কথা ঘোষণা করল রাজ্য পরিবেশ দফতর।
‘কোভিড ১৯ ফ্রি গ্রিন পুজো কনটেস্ট’-এর মাধ্যমে সেরাদের নির্বাচিত করে পুরস্কৃত করা হবে বলে দফতর সূত্রের খবর। রাজ্যের পরিবেশমন্ত্রী সৌমেন মহাপাত্র বুধবার বলেন, ‘‘সংক্রমণের কথা মাথায় রেখেই এই প্রতিযোগিতার আয়োজন করেছি। ইতিমধ্যে অনেকেই আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করেছেন।’’
পরিবেশবান্ধব পুজোকে অন্য বছরেও পুরস্কৃত করে পরিবেশ দফতর অধীনস্থ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কিন্তু এ বার সেই চিরাচরিত প্রথায় কিছু পরিবর্তন আনা হয়েছে। পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি কোনও পুজো সংক্রমণ রুখতে কতটা সক্রিয়, তার উপরে ভিত্তি করে নতুন বিষয়ের সংযোজন করা হয়েছে।
আরও পড়ুন: কিশোরকে প্রহারে অভিযুক্ত চার বন্ধু
আরও পড়ুন: বাজারের ভিড় ঠেকাতে মাইকে সচেতনতার পাঠ
যেমন, মাস্ক পরে আসা দর্শকদেরই মণ্ডপে ঢোকার অনুমতি দেওয়া, ভিতরে দূরত্ব-বিধি পালন, জীবাণুনাশের কাজ ঠিকমতো হওয়া, থার্মাল স্ক্রিনিং ও হাত জীবাণুমুক্ত করার ব্যবস্থা-সহ সংক্রমণ আটকানোর একাধিক মাপকাঠি পুজো কমিটিগুলি ঠিকমতো মানছে কি না, তা দেখা হবে। পরিবেশমন্ত্রীর কথায়, ‘‘পরিবেশবিদ-সহ বিশেষজ্ঞরাই সব খতিয়ে দেখবেন।’’ মোট ১৭টি মাপকাঠির উপরে নির্ভর করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেরাকে বেছে নেওয়া হবে। সঙ্গে আরও ১০টি পুজোকে পুরস্কৃত করা হবে।