BJP Worker Beaten

কাঁকুড়গাছিতে অভিজিতের দাদাকে এ বার মারধর, নালিশ

ঘটনার পরে বিশ্বজিৎ , সরাসরি তৃণমূলের ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ জানান। তৃণমূল অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৪ ০৫:৫৯
Share:

—প্রতীকী ছবি।

দোলের দিন কাঁকুড়গাছি এলাকায় বিজেপি কর্মী বিশ্বজিৎ সরকারকে মারধর করার অভিযোগ উঠল রাজ্যের শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিশ্বজিৎ ২০২১ সালে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা। সোমবার সকালে বাড়ির সামনেই শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদল তাঁকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকে নারকেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে বলে জানানো হয়েছে। এ দিন সকালে বাড়ির সামনে রাস্তা পরিষ্কার করার সময় আচমকা শাসক দলের দুষ্কৃতীরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। পরে এনআরএস হাসপাতালে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বলে খবর। আহত, ওই বি জে পি কর্মী অভিযোগ করেন,, নির্বাচনের আগে ভয় দেখাতেই তাঁর উপরে হামলা চালানোর। এর আগে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন রহস্যজনক ভাবে মৃত্যু হয় বি জে পি নেতা অভিজিৎ সরকারের। এ দিন কেন্দ্রীয় বাহিনী কাছাকাছি থাকা স্বত্বেও তাঁর উপরে হামলা চলে বলে অভিযোগ। ঘটনার পরে বিশ্বজিৎ , সরাসরি তৃণমূলের ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ জানান। তৃণমূল অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement