BJP

লুটের অভিযোগ জানিয়েই প্রহৃত বিজেপি সমর্থক

প্রসেনজিৎ সাহা নামে ওই ব্যক্তির অভিযোগ, রবিবার ভোরে পানপুর বাজারে পৌঁছে তিনি দেখেন, তাঁর মাংসের দোকানে লুট হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কল্যাণী শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২১ ০৮:৪৫
Share:

প্রতীকী ছবি।

শিশুকে কোল থেকে ছিনিয়ে নিয়ে তার সামনেই বাবাকে মারধর করার অভিযোগ উঠল। রবিবার কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন পানপুর মোড়ের ওই ঘটনায় উঠে এসেছে রাজনৈতিক দ্বন্দ্বের তত্ত্বই। প্রসেনজিৎ সাহা নামে ওই ব্যক্তির অভিযোগ, রবিবার ভোরে পানপুর বাজারে পৌঁছে তিনি দেখেন, তাঁর মাংসের দোকানে লুট হয়েছে। প্রসেনজিৎ ভাটপাড়া থানায় অভিযোগ জানাতে যান। তিনি বলেন, ‘‘পুলিশের কথা মতো আমি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে দোকানে ফিরে যাই। কিছু পরেই দুষ্কৃতীরা চড়াও হয়।’’

Advertisement

প্রসেনজিৎ জানান, ঘটনাটি ঘটে সাড়ে ছ’টা নাগাদ। তিনি প্রশ্ন তুলছেন, থানা থেকে ফেরা মাত্র কী করে খবর পেল দুষ্কৃতীরা? প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারেই প্রসেনজিৎকে ঘিরে ধরে একদল যুবক। তাঁর তিন বছরের মেয়েকে কোল থেকে ছিনিয়ে নিয়ে কার্যত ছুড়ে ফেলা হয়। এর পরে প্রসেনজিৎ ও তাঁর স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ।

প্রসেনজিতের অভিযোগ, ‘‘আমি বিজেপির সমর্থক। আগেও দোকান ভাঙচুর হয়েছে। থানায় গেলে আগে মেডিক্যাল পরীক্ষা করিয়ে আসতে বলা হয়। যারা মেরেছে তারা তৃণমূল করে। অভিযোগে নাম দিয়েছি।’’ হাসপাতালে পরীক্ষা করানোর পরে থানা জেনারেল ডায়েরি নেয়। ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (উত্তর) শ্রীহরি পাণ্ডে বলেন, ‘‘উপযুক্ত পদক্ষেপ করা হবে।’’

Advertisement

তবে ভাটপাড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য দেবব্রত সরকারের দাবি, ‘‘দুর্ভাগ্যজনক ঘটনা। এতে তৃণমূলের লোকজন জড়িত নয়। ব্যক্তিগত সমস্যার জেরেই ঘটনাটি হয়েছে মনে হয়।’’ জগদ্দল বিধানসভার তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, ‘‘কিছু শুনিনি। খোঁজ নিয়ে দেখব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement