আরও কত প্লাস্টিক, আতঙ্কে পুরকর্তারা

নালা খুঁড়তেই পলি মাখানো প্লাস্টিকের পাহাড়। এক দিনের এই ছবিটাই ভাবিয়ে তুলেছে পুরকর্তাদের। কেন না এখনও যে পরিমাণ অংশে সাফাইয়ের কাজ বাকি আছে, তাতে প্লাস্টিকের পরিমাণ আরও অনেকটা বাড়বে বলেই আশঙ্কা বিধাননগর পুরসভার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

নালা সাফাইয়ে বেরিয়েছে প্লাস্টিক ও আবর্জনা। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

নালা খুঁড়তেই পলি মাখানো প্লাস্টিকের পাহাড়। এক দিনের এই ছবিটাই ভাবিয়ে তুলেছে পুরকর্তাদের। কেন না এখনও যে পরিমাণ অংশে সাফাইয়ের কাজ বাকি আছে, তাতে প্লাস্টিকের পরিমাণ আরও অনেকটা বাড়বে বলেই আশঙ্কা বিধাননগর পুরসভার। পুর সূত্রের খবর, প্লাস্টিক বিনষ্ট করার জন্য আধুনিক যন্ত্রপাতি কেনা হলেও তা চালু করতে কিছু দিন সময় লাগবে। তাই আপাতত সুকান্তনগর থেকে পাওয়া প্লাস্টিক পুরনো পদ্ধতিতেই বিনষ্ট করা হবে।

Advertisement

যদিও পাঁক ও পলি তোলার কাজ শুক্রবার বন্ধ রাখতে হয়েছে পুরসভাকে। পুরসভা সূত্রের খবর, নালার ভিতর থেকে পলি ও প্লাস্টিক তুলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন কয়েক জন পুরকর্মী। পরবর্তীতে যাতে এই ধরনের কাজে পুরকর্মীদের সমস্যা না হয়, তার জন্য পরিকল্পনা করা হবে।

বাসিন্দাদের একাংশের অভিযোগ, নিয়মিত সাফাইয়ের কাজ করলে এই সমস্যা হত না। যদিও পুরসভার পাল্টা অভিযোগ, নিয়মিত সাফাইয়ের কাজে বাসিন্দাদের অসহযোগিতা রয়েছে। যার জেরে নিকাশি পাম্প চালু করতেও হিমসিম খেতে হয়েছে। বৃহস্পতিবার পাম্প চালু করতে গিয়ে পুলিশের সহযোগিতা নিতে হয়েছে বলে পুরসভা সূত্রের খবর। পাশাপাশি, দখলদারির সমস্যাও রয়েছে। এই সব সমস্যা মেটানোরও চেষ্টা চালানো হবে বলে জানায় পুরসভা। মেয়র পারিষদ (নিকাশি) দেবাশিস জানা বলেন, ‘‘নিকাশি পরিকাঠামো ও সাফাইয়ের ব্যবস্থাপনায় আরও আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহারের চিন্তাভাবনা চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement