শ্রীরামকৃষ্ণ
শ্রীরামকৃষ্ণের ১৮৫তম জন্মতিথি উপলক্ষে রবিবার বেলুড় মঠে অনুষ্ঠিত হল তাঁর জন্মমহোৎসব।
এ দিন ভোর সাড়ে চারটেয় শ্রীরামকৃষ্ণের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ৮টা থেকে মূল মন্দির সংলগ্ন সভামণ্ডপে হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিল পদাবলী কীর্তন, ভজন, কবিগান, লালনগীতি, নাটক, কালীকীর্তন, নৃত্য। প্রতি বছরই শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পালনের তিন দিন পরে প্রথম যে রবিবারটি পড়ে, সে দিনই পালিত হয় এই জন্মমহোৎসব। এ দিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত লক্ষাধিক ভক্ত ও দর্শনার্থীর ভিড় ছিল বেলুড় মঠে। দুপুরে প্রসাদ গ্রহণ করেন প্রায় ৭০ হাজার মানুষ।
এ দিন সকাল থেকে মঠ চত্বরে বসেছিল বিশাল মেলা। রামকৃষ্ণ মঠ ও মিশন সূত্রের খবর, এ বছর থেকে শ্রীরামকৃষ্ণের জন্মোমহোৎসবে পাকাপাকি ভাবে আতসবাজির প্রদর্শনী বন্ধ হওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়ানো হয়েছে।