পুণেতে উদ্ধার ২৫ তরুণী

সম্প্রতি পাচার সংক্রান্ত বেশ কিছু অভিযোগ বারুইপুর পুলিশ জেলার কাছেও লিখিত আকারে জমা পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০ ০২:০৬
Share:

প্রতীকী ছবি।

বারুইপুর পুলিশ জেলার দুই মহিলা থানার ওসির নেতৃত্বে একটি দল পুণের বিভিন্ন যৌনপল্লি থেকে দুই নাবালিকা-সহ ২৫ জন তরুণীকে উদ্ধার করল। গ্রেফতার করা হয়েছে চার জনকে।

Advertisement

পুলিশ সুপার রশিদ মুনির খান বলেন, ‘‘বারুইপুর মহিলা থানার ওসি কাকলি ঘোষকুণ্ডু ও ক্যানিং মহিলা থানার ওসি মুনমুন চৌধুরীর নেতৃত্বে ১০ জনের একটি দল চলতি মাসে পুণের বিভিন্ন যৌনপল্লিতে তল্লাশি চালায়।’’ পুলিশ জানায়, ধৃতদের নাম মাদি রেড্ডি, সুনীতা রেড্ডি, সানু তামাং ও বৈজয়ন্তী শিন্ডে। ধৃতদের আলিপুরের বিশেষ পকসো আদালতে পেশ করা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

সম্প্রতি পাচার সংক্রান্ত বেশ কিছু অভিযোগ বারুইপুর পুলিশ জেলার কাছেও লিখিত আকারে জমা পড়ে। সেই মতো খোঁজখবর করতে শুরু করে পুলিশ। গোপন সূত্র মারফত

Advertisement

খবর পেয়ে পুণের যৌনপল্লিতে তল্লাশির পরিকল্পনা করা হয়। পুলিশ জানায়, শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, অন্য জেলা থেকে পাচার হয়ে যাওয়া মেয়েদেরও এই অভিযানে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement