দেখা হল অনেক দিন পর। নিজস্ব চিত্র।
আনন্দবাজার অনলাইনের ‘বছরের বেস্ট’ অনুষ্ঠান মুহূর্ত তৈরি করে। এখানে পাশাপাশি দেখা যায় শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক নির্দেশ দেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। মুখোমুখি হন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপি বিধায়ক লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার রাতে ঠিক তেমনই মুখোমুখি হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। ব্যক্তিগত কুশল বিনিময় শেষে বুদ্ধবাবুর খোঁজ নিলেন কুণাল। সেই কথোপকথনটা এমন—
কুণাল: নমস্কার।
মীরা: নমস্কার।
কুণাল: কেমন আছেন?
মীরা: ভাল। আপনি?
কুণাল: ভাল।
কুণাল: বুদ্ধবাবু কেমন আছেন?
মীরা: মিলিয়ে-মিশিয়ে আছেন।
আবার কুশল বিনিময়ের পরে দু’জনে চলে যান।
গত বারের বছরের বেস্ট অনুষ্ঠানে এসেছিলেন বুদ্ধ-কন্যা সুচেতনা। এ বারও তিনি এসেছিলেন মায়ের সঙ্গে।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ইচ্ছে থাকলেও শরীর সায় না দেওয়ায় ভোট দিতে যাননি বুদ্ধদেব। ২০১৯ সালের লোকসভা ভোটের সময়ও শারীরিক অসুস্থতার কারণে ভোট দিতে যাননি তিনি। অসুস্থতার কারণে ব্রিগেড সমাবেশেও আসেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। বরং সমাবেশের আগের দিন একটি লিখিত বার্তা পাঠিয়েছিলেন বামপন্থী জনতার উদ্দেশে। পরে একটি অডিয়ো বার্তা দিয়েছিলেন। দীর্ঘ দিন ধরে শারীরিক ভাবে অসুস্থ বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে কার্যত কোথাও বেরোন না তিনি।