ফাঁকা রাস্তায় অটো উল্টে মৃত্যু হল যাত্রীর

পুলিশ সূত্রের খবর, এক জন যাত্রীকে নিয়ে অরবিন্দ সেতু ধরে খন্নার দিকে যাচ্ছিল উল্টোডাঙা-আহিরীটোলা রুটের অটোটি। ভোরে রাস্তা ফাঁকা থাকায় গতিও ছিল বেশি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০১৯ ০৫:১৫
Share:

ভোলা রাম

বেপরোয়া অটো উল্টে মৃত্যু হল এক যাত্রীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ভোলা রাম (২৬)। তাঁর বাড়ি বিহারের মুজফ্‌ফরপুরে । বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে উল্টোডাঙা থানা এলাকার অরবিন্দ সেতুতে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, এক জন যাত্রীকে নিয়ে অরবিন্দ সেতু ধরে খন্নার দিকে যাচ্ছিল উল্টোডাঙা-আহিরীটোলা রুটের অটোটি। ভোরে রাস্তা ফাঁকা থাকায় গতিও ছিল বেশি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অরবিন্দ সেতু থেকে নামার পরেই নিয়ন্ত্রণ হারান অটোচালক। সেটি উল্টে যায়। ভিতরে আটকে পড়েন ভোলা। তাঁর চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই ভোলাকে উদ্ধার করে মুখে-চোখে জল দেন। জানা গিয়েছে, কাজের সূত্রে ভোলা উল্টোডাঙায় থাকেন। এ দিন দুর্ঘটনার পরে তিনি নিজের মোবাইল থেকে তাঁর মালিক সৌমেন সাহাকে ফোন করে দুর্ঘটনার কথা জানান।

সৌমেনবাবু বলেন, ‘‘মঙ্গলবার রাত দেড়টা পর্যন্ত ভোলা আমার সঙ্গে ছিল। তার পরে ওকে উল্টোডাঙার বি বি ঘোষ সরণিতে আমার গুদামে বিশ্রাম নিতে বলেছিলাম। এ দিন ভোলা সেখান থেকেই খন্নার দোকানে আসছিল।’’ তাঁর কথায়, ‘‘সাড়ে পাঁচটা নাগাদ ভোলা নিজেই কোনওক্রমে আমার বাবাকে দুর্ঘটনার কথা জানায়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে আসি। অটোর চালকের তেমন চোট লাগেনি। দুর্ঘটনাগ্রস্ত অটোটি করেই ভোলাকে নিয়ে আর জি কর হাসপাতালে যাই। সেখানে যাওয়ার পরেই গাড়ি নিয়ে বেপাত্তা হয়ে যায় চালক।’’

Advertisement

পুলিশ জানিয়েছে, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছু ক্ষণের মধ্যেই মারা যান ভোলা। বুধবার রাত পর্যন্ত অটোচালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর অভিযোগে মামলা রুজু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement