Viral Video

ইন্দোনেশীয় কচিকাঁচাদের মুখে বাঙালি গায়কের গান! গিটার বাজিয়ে ‘ধুম’-এর গান গাইল ভাইবোন, রইল মিষ্টি ভিডিয়ো

দু’জনেই ইন্দোনেশিয়ার বাসিন্দা। তবুও হিন্দি ভাষায় একটি গান দারুণ ভাবে গাইছে। দাদা গিটার বাজানোর পাশাপাশি গেয়ে চলেছে গানটি। দাদার পাশে দাঁড়িয়ে হেলেদুলে নেচে চলেছে তার বোন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ০৯:২৫
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

হাতে সাদা গিটার নিয়ে বাজিয়ে চলেছে দাদা। সঙ্গে গাইছে গানও। গানের তালে দাদার পাশে দাঁড়িয়ে অনবরত নেচে চলেছে তার বোন। গানে আলাদা মাত্রা যোগ করতে আবার অদ্ভুত ভাবে চিৎকারও করছে সে। সমাজমাধ্যমে ভাইবোনের এই মিষ্টি ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘ইন্ডিয়ান্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, দুই ভাইবোন হিন্দি গানের সঙ্গে মজে গিয়েছে। তারা দু’জনেই ইন্দোনেশিয়ার বাসিন্দা। তবুও হিন্দি ভাষায় একটি গান দারুণ ভাবে গাইছে। দাদা গিটার বাজানোর পাশাপাশি গেয়ে চলেছে গানটি। দাদার পাশে দাঁড়িয়ে হেলেদুলে নেচে চলেছে তার বোন। মাঝেমধ্যে আবার চিৎকার করে গানের মধ্যে নতুন মাত্রা যোগ করার চেষ্টা করছে সে।

২০০৪ সালে আদিত্য চোপড়ার প্রযোজনায় মুক্তি পায় ‘ধুম’। এই ছবিতে অভিনয় করেছিলেন জন আব্রাহম, অভিষেক বচ্চন, এষা দেওল, উদয় চোপড়া এবং রিমি সেনের মতো বলি তারকারা। এই ছবির একটি রোম্যান্টিক ঘরানার গান ‘দিলবরা’। গানটি গেয়েছিলেন বাঙালি গায়ক অভিজিৎ ভট্টাচার্য। ছবি মুক্তির দু’দশক পর সেই গানটিই গাইল ওই শিশুরা। সুর-তালে কোথাও বিন্দুমাত্র ছেদ পড়েনি। ভাইবোনের এই পারফর্ম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। এক জন বলেছেন, ‘‘ভিডিয়োটি খুব মিষ্টি। বোনের চিৎকার শুনে হাসিও পাচ্ছে।’’ আবার এক নেটাগরিকের মন্তব্য, ‘‘সঙ্গীত কখনও ভৌগলিক দূরত্ব মানে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement