প্রতীকী ছবি
মত্ত অবস্থায় বাড়ি ফেরায় ভাইয়ের হাত খরচের টাকা বন্ধ করে দিয়েছিলেন দাদা। সেই রাগে দাদাকে কোপানোর অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। শুক্রবার ভোরে রাজবল্লভ পাড়ার ওই ঘটনায় শ্যামপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গৌতম সাউ নামে আক্রান্ত ব্যক্তি। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত অভিমন্যু সাউ ফেরার। রাত পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি।
গৌতম জানান, রাজবল্লভ পাড়ায় তাঁদের একটি দোকান রয়েছে। সেই দোকানে তিনি এবং অভিমন্যু কাজ করেন। প্রতিদিনের আয় থেকে ভাইকে হাত খরচের টাকা দিতে হয় গৌতমকে। তবে বৃহস্পতিবার রাতে সেই টাকা না পাওয়ায় দাদার সঙ্গে এক দফা তর্ক হয় ভাইয়ের। এর পরে দু’জনেই দোকানে ঘুমিয়ে পড়েন। গৌতমের কথায়, ‘‘ভোরে ঘুমের মধ্যেই আমার মাথায় ছুরির কোপ মেরে পালানোর চেষ্টা করে অভিমন্যু। চিৎকার শুনে দোকানের বাইরে শোয়া আমার এক বন্ধু ওকে ধরতে গেলে তাঁর হাতেও কোপ মারে।’’
আহত দু’জনকে উদ্ধার করে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়েরা। সেখানে গৌতমের মাথায় পাঁচটি সেলাই পড়েছে। খবর যায় শ্যামপুকুর থানায়। ঘটনাস্থল থেকে একটি রক্ত মাখা ছুরি উদ্ধার করে পুলিশ। থানা সূত্রের খবর, নির্দিষ্ট ধারায় মামলা করে
অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। গৌতম দাবি করলেন, ‘‘হাত খরচের টাকা নিয়ে ভাই নেশা করত। এই কারণেই টাকা দেব না বলেছিলাম। সে জন্য যে খুনের চেষ্টা করবে, তা ভাবিনি।’’