প্রতীকী চিত্র।
পণ্যবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ অফিসারের। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে চিৎপুর থানা এলাকার কাশীপুর রোডে। ওই অফিসারের নাম জ্যোতির্ময় বিশ্বাস (৫৭)। তাঁর বাড়ি নদিয়ার চাকদহে। তিনি কলকাতা সশস্ত্র বাহিনীর অষ্টম ব্যাটেলিয়নের (বি) কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর ছিলেন।
পুলিশ সূত্রের খবর, এ দিন সকাল সাড়ে আটটা নাগাদ স্কুটারে চেপে জ্যোতির্ময়বাবু অফিসে যাচ্ছিলেন কিছু কাগজপত্র আনতে। তখন দু’টি পণ্যবাহী গাড়ি বেপরোয়া গতিতে কাশীপুর রোড ধরে বি টি রোডের দিকে যাচ্ছিল। তার মধ্যে একটি গাড়ি ধাক্কা মারে জ্যোতির্ময়বাবুকে। ছিটকে পড়েন তিনি। হেলমেট পরে থাকা সত্ত্বেও মাথায় এবং বুকে গুরুতর চোট পান। স্থানীয় ট্র্যাফিক পুলিশকর্মীরা ওই অফিসারকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই পরে মারা যান জ্যোতির্ময়বাবু। আজ, বৃহস্পতিবার ময়না-তদন্তের পরে তাঁর দেহ নদিয়ার বাড়িতে পাঠানো হবে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, দুর্ঘটনার পরেই গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছিলেন চালক। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটিকে চিহ্নিত করা হয়। গ্রেফতার করা হয়েছে চালককে। তাঁর নাম শৈলেন পাল। এলাকাবাসীর অভিযোগ, কাশীপুর রোডের অবস্থা এমনিই খারাপ। তার উপরে সকালে বেপরোয়া ভাবে পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। ফলে লেগে থাকে ছোটখাটো দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় নজরদারি বাড়ানো হচ্ছে। একই সঙ্গে রাস্তা মেরামতির জন্যও পুরসভাকে বলা হয়েছে।