—ফাইল চিত্র।
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। নিহতের সুবিচারের দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ। এই অবস্থায় শহরের নিরাপত্তা আঁটসাঁট করতে উদ্যোগী প্রশাসন। নিয়োগের আগেই অ্যাপ ক্যাব ও বাইক ট্যাক্সি সংস্থার তরফে চালকদের তথ্য কলকাতা পুলিশকে জানাতে হবে। সম্প্রতি এমনই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।
সম্প্রতি বিভিন্ন ক্যাব সংস্থার পাশাপাশি অপারেটরদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেছিলেন কলকাতা পুলিশেরর ডিসি (ট্র্যাফিক) ওয়াই এস জগন্নাথ রাও। ইতিমধ্যে পুরো বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, চালকের ছবি, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল নম্বর সবকিছুই আগাম পুলিশের কাছে জমা দিতে হবে। পাশাপাশি, দিতে হবে চালকের ভোটার কার্ড, প্যান কার্ড, ঠিকানার প্রমাণপত্রও।
এ ছা়ড়া চালকের তরফে একটি হলফনামাও জমা দেবে সংশ্লিষ্ট অ্যাপ ক্যাব ও বাইক ট্যাক্সি সংস্থা। গত সাত বছরে ওই ব্যক্তি অপরাধে জড়িত ছিলেন কি না অথবা তাঁর বিরুদ্ধে পুলিশি অভিযোগ আছে কি না, তা-ও উল্লেখ করতে হবে হলফনামায়।
কলকাতা পুলিশের এই সিদ্ধান্ত নিয়ে অবগত পরিবহণ দফতরও। তবে যাত্রী সুরক্ষার ক্ষেত্রে নেওয়া পুলিশ প্রশাসনের সিদ্ধান্তে নাক গলাতে নারাজ দফতর। পরিবহণ দফতরের এক আধিকারিক জানাচ্ছেন, এ বিষয়ে কলকাতা পুলিশকে সব রকমের সাহায্য করতে প্রস্তুত তাঁরা। অনলাইন অ্যাপ ক্যাব অপারেটার্সের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যাত্রী সুরক্ষায় প্রয়োজন অনুযায়ী কলকাতা পুলিশকে সহযোগিতা করব। কারণ, যাত্রীদের সুরক্ষা দিতে পারলেই, তাঁরা আমাদের থেকে পরিষেবা নিতে আগ্রহী হবেন। তাই এ ক্ষেত্রে কলকাতা পুলিশের প্রতি আমাদের নিঃর্শত সমর্থন রয়েছে।’’