APDR

লোকাল ট্রেন চালু, স্কুল খোলার দাবিতে পথে এপিডিআর

সংগঠনটির দাবি, প্রথমে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের কথা ছিল। তবে পুলিশের অনুমতি পাওয়া যায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২১ ২১:২০
Share:

এপিডিআর-এর কর্মসূচি। নিজস্ব চিত্র

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা, লোকাল ট্রেন চালু-সহ একাধিক দাবিতে মঙ্গলবার পথে নামল এপিডিআর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এপিডিআর-এর ওই সভায় যোগ দেয় আরও বেশ কয়েকটি গণসংগঠনও।

Advertisement

সংগঠনটির দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি তুলেছে। পাশাপাশি লোকাল ট্রেন চালু করার দাবিও তুলেছে। এ ছাড়া লকডাউন প্রত্যাহার, জাতীয় শিক্ষানীতি বাতিল-সহ আরও একাধিক দাবিও তোলা হয়েছে ওই সভা থেকে। পাশাপাশি টিকাকরণকে বাধ্যতামূলক করা যাবে না বলেও সরব ওই সংগঠনটি।

সংগঠনটির তরফে বলা হয়েছে, প্রথমে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের কথা ছিল। তবে পুলিশের অনুমতি পাওয়া যায়নি। পুলিশের তরফে চিঠি দিয়ে জানানো হয়, জমায়েত করা যাবে না। তবে সভার অনুমতি দেওয়া হয়। এর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিদ্যাসাগর মূর্তির কাছে সভা হয় মঙ্গলবার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement