Kolkata

Fake Government officer: নীল বাতি লাগানো গাড়িতে সিবিআই স্টিকার, শহরে ধৃত আরও এক ভুয়ো আধিকারিক

পুলিশ জানিয়েছে, সনাতন নিজেকে রাজ্য সরকারের প্রতিনিধি ও কলকাতা হাই কোর্টের বিশেষ কৌঁসুলি বলে দাবি করতেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২১ ১০:৩৮
Share:

প্রতীকী ছবি

দেবাঞ্জন দেবের মতোই আরও এক ভুয়ো সরকারি আধিকারিককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। সোমবার রাতে তাঁকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ। ধৃতের নাম সনাতন রায়চৌধুরী। বাজেয়াপ্ত করা হয়েছে একটি নীল বাতি লাগানো গাড়ি। পুলিশের দাবি, গাড়ির সামনে লাগানো ছিল সিবিআই লেখা স্টিকার। এই গাড়িটি সনাতন ব্যবহার করতেন। পুলিশ আরও জানিয়েছে, সনাতন নিজেকে রাজ্য সরকারের প্রতিনিধি ও কলকাতা হাই কোর্টের বিশেষ কৌঁসুলি বলে দাবি করতেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বরাহনগর এলাকার বাসিন্দা সনাতন কলকাতা হাই কোর্টের আইনজীবী। তিনি নিজেকে রাজ্য সরকার ও সিবিআই-এর কৌঁসুলি পরিচয় দিতেন। গড়িয়াহাট থানা এলাকায় জমি-বাড়ি বিক্রিতে যুক্ত ছিলেন। এই কাজে তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগও আছে। সোমবার গড়িয়াহাট এলাকায় ১০ কোটির একটি সম্পত্তি দখল করতে এসেছিলেন সনাতন। যদিও প্রতারণার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদে সন্দেহ হওয়াতে প্রথমে তাঁকে আটক করা হয়। পরে আরও তদন্তের পরে গ্রেফতার করা হয়।

ধৃত সনাতনকে জিজ্ঞাসাবাদ করে তাঁর আরও প্রতারণার খোঁজ পেতে চাইছে পুলিশ। ধৃতকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement